তরিকুল ইসলাম : ইউএনএইচসিআরের বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে প্রধানমন্ত্রী বললেছেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি হয়েছে। প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে কক্সবাজারে আশ্রয় দেওয়া হয়েছে। সেখানে এ পর্যন্ত জন্ম নিয়েছে ৪০ হাজারের বেশি নতুন শিশু। এ সংকটের সমাধান হতে হবে।
বাংলাদেশ সফররত অ্যাঞ্জেলিনা জোলি বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একথা বলেন প্রধানমন্ত্রী।
রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারে করা চুক্তি অনুযায়ী দেশটি এখন পর্যন্ত কোনো রোহিঙ্গাদের ফিরিয়ে না নেওয়ায় হতাশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কক্সবাজারে দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। মিয়ানমারের এই রোহিঙ্গা নাগরিকদের উপর চালানো নির্যাতন, হত্যাকাণ্ড ও ধর্ষণসহ বিভিন্ন নির্যাতনের কথা শুনেছি।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার প্রধানমন্ত্রীর প্রশংসা করে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, তার মতো নেতা বর্তমানে পৃথিবীতে খুবই কম।
এসংকটে মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে ইউএনএইচসিআর। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইউএনএইচসিআরের বিশেষ এ দূত বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় শুনেছি, মিয়ানমারে রোহিঙ্গা মেয়েদের তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন।