শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই সংসদেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে: নাসিম

সমীরণ রায়: বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক রাজনীতির স্থান হবে না উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আজকে সম্পূর্ণবাবে জামায়াতের ইসলামের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে। তাদের রাজনীতি নিষিদ্ধ করা এখন আমাদের কাছে চ্যালেঞ্জ। এই সংসদেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলব। আশা করি এই দলটির রাজনীতি নিষিদ্ধ হবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটর আয়োজিত সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, তাই জামায়াতকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। এ ব্যাপারে ছাড় দেওয়ার কোনও সুযোগ নেই। জামায়াতে ইসলামিকে প্রশ্রয় দেওয়ার কারণে বিএনপির ভরাডুবি। বর্তমানে বিরোধী দলহীন রাজনীতির জন্য দায়ী বিএনপি নিজেই। সাম্প্রদায়িক শক্তি জামায়াতকে প্রশ্রয় দেওয়ায় তাদের এই অবস্থা। এবারের নির্বাচনে নারী-পুরুষ সবাই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দিয়েছে। বিএনপিকে স্পষ্ট করে বলতে হবে, তারা জামায়াতের সঙ্গে আছে কিনা। না হলে তারা চিরদিনের জন্য আস্তকুঁঁড়ে নিক্ষিপ্ত হবে।

সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ করে তিনি বলেন, ‘প্রথম যখন আমি পার্লামেন্টে সদস্য হিসেবে আসি, তখন বক্তব্য কীভাবে দিতে হবে, তা সুরঞ্জিত সেনগুপ্তের কাছ থেকে শিখেছিলাম। তিনি একজন যোগ্য পার্লামেন্টারিয়ান ছিলেন। তাকে আমাদের অনুসরণ করতে হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ষড়যন্ত্র করছে। তারা আন্তরিকতার সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করেনি বলে মানুষ তাদের ভোট দেয়নি। এর প্রধান কারণ হচ্ছে তাদের মনোনয়ন বাণিজ্য।

সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ করে তিনি বলেন, ২০০৯ সালের নির্বাচনে জয়ের পর পার্লামেন্টে যাই। তিনি আমাদের সব সময় বলতেন জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। পার্লামেন্টের লাইব্রেরি অনেক সমৃদ্ধ। বেশি বেশি পারো পড়াশোনা করার চেষ্টা করো। অন্তত এক ঘণ্টা করে সময় দাও। তিনি একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা ছিলেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের স্টিয়ারিং কমিটির সভাপতি ও অভিনেত্রী সারা বেগম কবরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক জেনিফা ফেরদৌস প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়