শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির উদ্দেশ্যে নাসিম বললেন, সংসদে এসে আমাদের নাজেহাল করুণ

সমীরণ রায় : বিএনপিকে জাতীয় সংসদে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আপনার জাতীয় সংসদে আসুন। কারণ আপনারা না আসলে আমাদেরই লাভ। তাই এখনও সুযোগ আছে, সংসদে আসুন। পারলে আমাদের নাজেহাল করুন। অভিমান করে কিছু হয় না।

শনিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাগো বাংলা ফাউন্ডেশনের আয়োজিত 'সংরক্ষিত নারী আসন: সংসদীয় গণতন্ত্রে নারীর ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নামিস বলেন, আমরাও যখন বিরোধী দলে ছিলাম, জাতীয় সংসদে গিয়েছি। সেখানে গিয়ে কথা বলেছি। কারণ রাজনীতি অনেক কঠিন বিষয়। যেকোনও অবস্থায় রাজনীতির জন্য লড়াই করে যেতে হবে।

নারীর ক্ষমতায়ণ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অর্ধেকই হচ্ছে নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই নারীদের ক্ষমতায়ন হয়েছে। বাংলাদেশের নারীর ক্ষমতা বিশ্বের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। এরমধ্যে সাজেদা চৌধুরী-মতিয়া চৌধুরী সরাসরি নির্বাচিত হয়েছেন।

তিনি আরো বলেন, নারীদের ক্ষমতা এখন এমন পর্যায়ে গেছে, কয়েকদিন পরে পুরুষদের ক্ষমতার জন্য লড়াই করতে হবে। নারীরা এখন কোথায় নেই। প্রধানমন্ত্রী থেকে স্পিকারসহ বিভিন্ন পর্যায়ে নারীরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

সভায় আরো বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওয়াহেদুজ্জামান চান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ কে মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়