স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার রাতে জেমস পার্ক স্টেডিয়ামে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে নিউ ক্যাসেল। ১৩ বছর পর নিউক্যাসলের কাছে হারতে হরো পেপ গার্দিওয়ালার শিষ্যদের।
ম্যাচের শুরুটা কি দুর্দান্তভাবে শুরু করেছিল ম্যান সিটি। রেফারি বাঁশি ফুকোনোর পর থেকে ঘড়ির কাটা ২৪ সেকেন্ড। দারুণভাবে বল নিয়ে ডি বক্সের ভেতরে বলটা আলতো ঠেলে দিলেন রহিম স্টার্লিং। হাওয়ায় ভাসা বলটা কোনমতে সিলভা এগিয়ে দিলেন আগুয়েরোকে। উড়তে থাকা বলে সাইড ভলিতে জালে জড়ান এই আর্জেন্টাইন তারকা। লিড পায় ম্যান সিটি। সব সকাল যে দিনের পূর্বাভাস দেয় না তার দৃষ্টান্তই তৈরি করলো সিটি। ৬৬ মিনিটে জটলা থেকে গোল দিয়ে সমতায় ফেরে নিউ ক্যাসেল (১-১)। ফিরতে পারেনি ম্যান সিটি। আক্রমণের পর আক্রমণ করেও ব্যবধান বাড়লো না।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে শেষ মুহূর্তে গোল করে বসে ক্যাসেল শিবির। ফাউল থেকে পেনাল্টি আদায় করে নিয়ে জোড়ালো শটে ঠিকানায় বল পাঠিয়ে সমর্থকদের আনন্দে ভাসান ক্যাসেলের ম্যাচ রিচি। এই একমাত্র গোলে ঐতিহাসিক জয় আদায় করে নেয় পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা নিউ ক্যাসেল।
এ হারে তিন পয়েন্ট খুইয়ে তাই শিরোপার দৌড়ে পিছিয়ে পড়লো ম্যান সিটি। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিভারপুল থেকে চার পয়েন্টে পিছিয়ে গেল সিটি। এক ম্যাচ কম খেলে লিভারপুলের পয়েন্ট ৬০।