শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৩:১৬ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা দুই সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহীদের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা: আওয়ামী লীগ

সমীরণ রায়: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনে (ডিএসসিসি) কাউন্সিলর পদে সৎ ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একই সঙ্গে নির্বাচনে বিদ্রোহী কেউ প্রার্থী হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান।

সোমবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের আগে মনোনয়ন কমিটির প্রধান ফারুক খান বলেন, আজ আমরা সমবেত হয়েছি ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের তথ্য যাচাই-বাছাইয়ে জন্য। তাদের জীবন বৃত্তান্ত আমরা দেখব। তাদের ভেতর যারা সৎ ও যোগ্য এবং সামাজিক কর্মকাণ্ডে জড়তি তাদের মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করছি। তালিকার বাইরে যদি কেউ সৎ ও যোগ্য নেতা হয় তাদের বিষয়টা বিবেচনায় আনা হবে। তালিকায় যাদের নাম রয়েছে ক্রমানুসারে সবার সাক্ষাৎকার নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে যদি কেউ বিদ্রোহী প্রার্থী হন তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, অন্য কোনো দল যদি নির্বাচনে না আসে তাহলে আগামী ৩০ জানুয়ারির পরে বোঝা যাবে কীভাবে নির্বাচন হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়