শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ১২:৩০ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তাফিজ হচ্ছে ডেথ ওভারের কিং ফিশ: মিরাজ

স্পোর্টস ডেস্ক: মেহেদী হাসান মিরাজের মেজাজটা সপ্তমে চড়ে আছে। পরশু ম্যাচ জেতার আনন্দে বন্ধু মুস্তাফিজুর রহমানের সঙ্গে মজা করতে গিয়ে গানের তালে নেচেছেন। হোটেলে নিজেদের রুমে মিরাজের এই দুর্দান্ত নৃত্য দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একেবারেই ‘প্রাইভেট’ বিষয়, অথচ সেটিই এখন ‘পাবলিক’ হয়ে গেছে! মিরাজ এটি কিছুতেই মানতে পারছেন না,‘আমি তো সবাইকে দেখাতে নাচিনি, মুস্তাফিজের সঙ্গে মজা করছিলাম। আর অমনি এটা ছেড়ে দেওয়া হয়েছে ফেসবুকে। বিষয়টা আমার মোটেও ভালো লাগেনি।'’

ভিডিও ছড়িয়ে পড়াটা ভালো না লাগলেও মিরাজ খুশি মুস্তাফিজকে নিয়ে। কী দুর্দান্ত বোলিংটাই না করছেন বাঁহাতি পেসার। মুস্তাফিজ কতটা দুর্দান্ত, সেটি নতুন করে বলার নেই। তবে মাঝে চোটাঘাতের ধাক্কা পেরিয়ে মুস্তাফিজ আবার স্বরূপে ফিরছেন, এটা শুধু মিরাজের দল রাজশাহী কিংসের কেন পুরো বাংলাদেশ ক্রিকেটেরই তো সুখবর।

রাজশাহী এখনো পর্যন্ত যে ৫টি ম্যাচ জিতেছে অধিকাংশ বোলারদের সৌজন্যে। আর বোলিং বিভাগে নেতৃত্ব দিয়েছেন মুস্তাফিজ। উইকেট প্রাপ্তিতে (১১) খুব একটা এগিয়ে না থাকলেও ইকোনমি (৬.১২) বোলিংয়ে দলের সেরা বোলার তো অবশ্যই, পুরো টুর্নামেন্টে অন্তত ৭টি ম্যাচ খেলেছেন এমন বোলারের মধ্যে তার চেয়ে শুধু শহীদ আফ্রিদিই এগিয়ে (৫.৮৯)।

নতুন বলে ভালো বোলিংয়ের পর ডেথ ওভারে নিয়মিতই ব্যাটসম্যানদের হন্তারক হয়ে আবির্ভূত হচ্ছেন মুস্তাফিজ। রাজশাহী যে লো-স্কোর গড়েও জিতছে সবচেয়ে বড় কৃতিত্ব দিতে হবে ‘ফিজ’কেই। ক্রিস গেইল, রাইলি রুশো, অ্যালেক্স হেলস থাকতেও ১৩ জানুয়ারি রাজশাহীর দেওয়া ১৩৫ রান করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সে। শেষ ওভারে ৯ রান ‘ডিফেন্ড’ করে ফেলেন মুস্তাফিজ।

১৬ জানুয়ারি সিলেটে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়েও ঢাকা যে রাজশাহীর দেওয়া ১৩৭ রান লক্ষ্য পেরোতে পারল না, সেটিতেও মুস্তাফিজের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এদিন মুস্তাফিজ চাপটা দেন নতুন বলে, ইনিংসের শুরু এবং মাঝামাঝি দিকে। আর সবশেষ চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচটি তো দেখেছেনই। চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটে রাজশাহীর দেওয়া ১৯৯ রানের লক্ষ্য প্রায় ছুঁয়েই ফেলেছিল চিটাগং। উইকেটে তখন স্বাগতিকদের সেট ব্যাটসম্যান সিকান্দার রাজা। দুর্দান্ত এক ইয়র্কারে রাজাকে ফিরিয়ে শেষ ওভারে চিটাগংয়ের ১৩ রান করাটা অসম্ভব করে ফেললেন মুস্তাফিজ। শেষ ওভারে ৫ রানে ২ উইকেট নেওয়া ফিজের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্ব করতে এসেই মিরাজ যে মাশরাফি-সাকিব-মুশফিককে হারিয়ে দিলেন, সেটিতে বড় ধন্যবাদ দিচ্ছেন মুস্তাফিজকে, ‘ও তো কিং ফিশ, বোঝেন নাই? বড় মাছ। সাগরের বড় মাছ কোনটা? তিমি মাছ। বড় বড় শিকার করে। ও হচ্ছে ডেথ ওভারের কিং ফিশ, নতুন বলেরও কিং ফিশ। ও এবার অনেক সিরিয়াস বোলিং করছে। অনেক মাথা খাটিয়ে বল করছে। ওর ভাবনার সঙ্গে আমার ভাবনায় অনেক মিলে যাচ্ছে। এ কারণেই আমরা সাফল্য পাচ্ছি।’

যে বোলার এভাবে দলকে জিতিয়ে দিচ্ছেন অধিনায়ক তাকে একটু নাচ দেখিয়ে খুশি করতে চেয়েছিলেন। অথচ বেরসিক মানুষটা মিরাজ-মুস্তাফিজের এই ‘প্রাইভেট’ জিনিস ‘পাবলিক’ করে দিলেন! সূত্র: প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়