শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ১২:৩৩ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাড. তৈমুর আলম খন্দকার বললেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না

খায়রুল মোর্শেদ : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. তৈমুর আলম খন্দকার বললেন, জাতীয় পার্টি নামকাওয়াস্তে বিরোধী দল সবাই জানে। তারা সরকারের ছায়াতলে থেকে সরকারের মতোই কথা বলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তত্ত্বাবধায়কের অধীনে ছাড়া এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। রবিবার ডিবিসি টেলিভিশনে ‘রাজকাহন’ অনুষ্ঠানে তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না ।

তিনি বলেন, আমরা ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে যাইনি কারণ আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এই দাবি ছিলো, তখন তিনি নিজেও অনেক আন্দোলন সংগ্রাম জ্বালাও পোড়াও করেছেন এবং বলেছেন ,বাংলাদেশের প্রেক্ষাপটে দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আওয়ামী লীগের ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে কিন্তু ছিলো না যে তারা সরকার আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাবাদ দেবে, কিন্তু তারা দেখলো তত্ত্বাবধায়ক সরকার যদি থাকে তারা আর ক্ষমতায় আসতে পারবে না, তাই তারা এই ব্যবস্থা বাদ দিয়েছিলো।

তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে দুইটা নির্বাচন হয়েছে দুই দলই পালা করে সরকার গঠন করেছে। আমরা এবার নির্বাচনে গেলাম কিন্তু আমরা কি দেখলাম, নির্বাচনতো আর নির্বাচন হয়নি আওয়ামী লীগের লোকেরাই ভোট দিতে পারে নাই, তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে এখন প্রমাণ হলো ২০১৪ সালের নির্বাচনে অংশ নেয়া করা ঠিক ছিলো এখন পরিস্কার। এখন সত্য কথাতো বলা যায় না। আবুল মনসুর আহম্মদ রাজনীতির পঞ্চাশ বছর বইয়ে বলেছেন সত্য সহজে প্রচার হয়না, মিথ্যা সহজে বলা যায় এবং প্রচার ও হয় আর সেটাই হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়