শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৫ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর সংযত হওয়া জরুরি : অধ্যাপক শাহেদা

ফাহিম বিজয় : শিক্ষাবিদ অধ্যাপক শাহেদা বর্তমান রাজনীতি নিয়ে বলেছেন, নির্বাচন নিয়ে নতুন করে বলার কিছু নেই। জনগণ যাদেরকে ভোট দেয় তারাই ক্ষমতায় বসবে। বর্তমানে যে ধরনের খুন-খারাপি হচ্ছে এটি না হলে ভালো হতো। কোনো দল এটির থেকে বাদ নেই। সব দলই এই খুন-খারাপির সঙ্গে জড়িত। সবাই সমান তালে মারপিট করছে। এটি থেকে  উত্তরণ পেতে হলে সব রাজনৈতিক দলগুলোকে সংযত হতে হবে। প্রশাসন দিয়ে তো আর মারপিট ঠেকানো যায় না। কেউ যদি মারপিট করতেই চায় তাহলে প্রশাসন তো এটি ঠেকাতে পারে না।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকারি দল এবং বিরোধী দলগুলোর সংযত হওয়া উচিত। তবে তৃতীয় পক্ষ বা বাইরের উস্কানিও রয়েছে এই নির্বাচন বানচাল করার জন্য। তৃতীয় পক্ষ এসে পড়লে সেটি কারো জন্য সুখকর হবে না। তাই সবার উচিত হবে তৃতীয় পক্ষের ফাঁদে পা না দেয়া। একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, আমাদের দেশের নির্বাচনের চিত্রটি এমনই থাকে সবসময়। তবে এবার সহিংসতা একটু বেশি হচ্ছে। দেশের প্রতিটি নির্বাচনেই ছোট-খাটো কিছু ঝামেলা হয়। যদিও এটি কাম্য নয়। এটি সহনীয় পর্যায় থাকা দরকার। জনগণ নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারলে ভালো নির্বাচন হবে। প্রশাসনও নিরপেক্ষ থাকতে হবে। ভোট কেন্দ্রের সুষ্ঠু ভোটই একটি নির্বাচনের ভালো ফলাফল দিতে পারে । এজন্য সবাইকেই সচেষ্ট হতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়