শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৩:৫৪ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের প্রথম চ্যালেঞ্জ যুদ্ধাপরাধী রাজাকারদের দেশ থেকে নির্মূল করা : শাজাহান খান

সাজিয়া আক্তার: নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে তরুণদের ভোট চেয়ে নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আমাদের প্রথম চ্যালেঞ্জ যুদ্ধাপরাধী রাজাকারদের দেশ থেকে নির্মূল করা। সেজন্য আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১৪ দলের প্রার্থীদের ভোট দিতে হবে।’

রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে সম্মিলিত মুক্তিযোদ্ধ সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বিজয় মঞ্চ’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বিজয় মঞ্চের উদ্বোধন করেন প্রধান অতিথি ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ সম্পাদক হাসান আরিফ, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক ওসমান আলী।

অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘আমরা রাজাকারদের বিজয়ী হতে দেবো না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন রাজাকার, যুদ্ধাপরাধীও যদি বিজয়ী হন তাহলে তাকে আমরা সংসদে ঢুকতে দেবো না।’

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্ব নিয়ে সমালোচনা করে শাজাহান খান বলেন, ‘বাস, ট্রেন, বিমান দক্ষ চালকের হাতে থাকলে নিরাপদ থাকে। চালক ভালো না হলে রাষ্ট্র নিরাপদ থাকে না। তারা (জাতীয় ঐক্যফ্রন্ট) কী চায়? তারা দেশকে পাকিস্তান বানাতে চায়।’ ড. কামাল হোসেনের ভীমরতি ধরেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বয়স হলে মানুষের ভীমরতি ধরে। তার বয়স আশির ওপরে। তিনি কখন কী বলেন, আমরা জানি না।

ঐক্যফ্রন্ট নেতা কামাল হোসেন সম্পর্কে শাজাহান খান বলেন, শেখ হাসিনার মতো একজন স্বচ্ছ রাজনীতিবিদকে পরাজিত করতে উঠেপড়ে লেগেছেন তিনি। যখন ২০ দল রণে ভঙ্গ দিয়েছে, তখন তাদের পাশে দাঁড়িয়েছেন ড. কামাল। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন। তিনি একজন বিজ্ঞ, অভিজ্ঞ মানুষ। তার রাজনৈতিক চরিত্র সম্পর্কে আমি কিছু বলতে চাই না। বৃদ্ধ বয়সে মানুষের ভীমরতি ধরে। আশির ওপর তার বয়স হবে। এই লোক কখন কী বলেন, না বলেন, আমরা জানি না। সাংবাদিকদেরও ধমক দিয়ে বলেছেন, ‘খামোশ’ জামায়াতের বিরুদ্ধে কথা বলা যাবে না। তিনি বলেছিলেন, রাজাকার সঙ্গে আঁতাত করবেন না। কিন্তু তিনি সাংবাদিকদের ধমক দিয়ে বলেছেন ‘খামোশ’ রাজাকার নিয়ে কথা বলা যাবে না।’

জাতীয় ঐক্যফ্রন্টের কার্যক্রমকে খিঁচুড়ি হিসেবে আখ্যা দিয়ে নৌমন্ত্রী শাজাহান বলেন, ‘তারা কী যেন ঐক্যফ্রন্ট গড়ে তুলেছেন, এর আবশ্যকতা কী? রাজাকারদের নিয়ে ঐক্যফ্রন্ট গড়ে তুলেছেন। খিঁচুড়ি এক-দুই দিন ভালো লাগে, প্রত্যেক দিন ভালো লাগে না। মানুষ এই খিঁচুড়ি মার্কা রাজনৈতিক দলকে ভোট না দিয়ে নৌকা মার্কায় ভোট দেবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়