শিরোনাম

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:১৮ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণসংহতি আন্দোলনের ইশতিহার প্রকাশ

সাজিয়া আক্তার : স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে রাজনৈতিক দলগুলোকে মল্লযুদ্ধ থেকে বেরিয়ে আসতে হবে। দলের ইশতিহার প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার সকালে হাতিরপুলে দলীয় কার্যালয়ে ইশতিহার পড়ে শোনান ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। সূত্র : চ্যানেল ২৪

এই ইশতিহারে শিক্ষা, স্বাস্থ্য, দেশের অবকাঠামোসহ প্রায় সব খাতের উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া হয়। আসছে নির্বাচনে ঢাকার-১২ আসনে জোনায়েদ সাকি এবং চট্টগ্রাম-১০ ও পাবনা-১ আসনে প্রার্থী দিয়েছে গণসংহতি আন্দোলন। দলের পক্ষ থেকে জানানো হয়, ভয়মুক্ত বাংলাদেশ গড়তে ভোটের মাঠে আছেন তারা।

গণসংতহি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এটা কোনো ঐক্যফ্রন্ট গঠনের ব্যাপার নয়, যাতে করে সরকার ও বিরোধীদল সবাই মিলে একটি রাজনৈতিক জোট গঠন করে ফেলবে। এটা হচ্ছে কীভাবে বাংলাদেশে রাজনীতি হবে। তার জন্য একটি জাতীয় সনদ, রাজনৈতিক চুক্তিতে রাজনৈতিক দলগুলোর পৌঁছানোর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়