শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০১:১০ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে চলছে ব্যাটসম্যানদের রাজত্ব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে রাজশাহীতে চলছে ব্যাটসম্যানদের রাজত্ব। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি লড়ছে উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল। দ্বিতীয় দিন শেষে কোনো দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। নিজেদের প্রথম ইনিংসে পূর্বাঞ্চল সবকটি উইকেট হারিয়ে তোলে ৪৬৬ রান। জবাবে, উত্তরাঞ্চল ২ উইকেট হারিয়ে তুলেছে ২৭৮ রান। তাতে, ২৮৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে হাতে ৮ উইকেট রাখা।

উত্তরাঞ্চলের ওপেনার সাদিকুর রহমান কোনো রান করেই বিদায় নেন। আরেক ওপেনার রনি তালুকদার ডাবল সেঞ্চুরির পথে থাকলেও দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ২৪৫ বলে ১৯টি চার আর ৫টি ছক্কায় ১৮৫ রান করে আউট হন। তিন নম্বরে নামা মুমিনুল হক ২৬ রান করে সাজঘরে ফেরেন। মাঝে মাহমুদুল হাসান করেন ২৯ রান।

বিসিএলে প্রথম দিকে দল না পাওয়া মোহাম্মদ আশরাফুল ২৫১ বলে ১৫টি চারের সাহায্যে করেন দ্বিতীয় সর্বোচ্চ ১৩৬ রান। তাসামুল হক ১৯, তাইজুল ইসলাম ৩৭ রান করেন। নর্থ জোনের স্পিনার সানজামুল ৫টি, সোহাগ গাজী ও এবাদত দুটি এবং ইমরান আলি একটি করে উইকেট পান।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নর্থ জোনের ওপেনার জহুরুল ইসলাম ১২৪ বলে করেন ৬৫ রান। আরেক ওপেনার জুনায়েদ সিদ্দীকি ৭৮ বলে করেন ৫১ রান। এই ওপেনিং জুটিতে আসে ৯৮ রান। ফরহাদ হোসেন ৩৪ এবং নাঈম ইসলাম ১৮ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন। একটি করে উইকেট নেন এনামুল হক জুনিয়র এবং আবু জায়েদ রাহি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়