লিহান লিমা: ডেমোক্রেটরা হাউসের নিয়ন্ত্রণ নিয়ে নিলে অভিশংসিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনএর খবরে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়, ট্রাম্প অভিশংসনকে ‘সত্যিকারের সম্ভাবনা’ হিসেবেই দেখছেন। তবে ট্রাম্প পুরোপুরি স্পষ্ট নন যে এটি ঘটতে পারে কি না। সিএনএন
হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে সিএনএর জানায়, ওয়েস্ট উইংয়ের অভ্যন্তরের বিশ্বাস অভিশংসনের মত ঘটনা একমাত্র একটি ইস্যুতেই ঘটতে পারে। সেটি হল ট্রাম্পের অ্যার্টনি মাইকেল কোহেন কর্তৃক ট্রাম্পের কথিত সঙ্গীনিকে টাকা দেয়ার বিষয়টি। সেপ্টেম্বরে কোহেন স্বীকার করেছিলেন, ট্রাম্পের হয়ে তিনি দুই নারী পর্নোস্টার স্ট্রোমি ড্যানিয়েলস ও কারেন ম্যাকডোগোলকে টাকা গিয়েছিলেন। শুক্রবার মামলার প্রসিকিউটররা নির্বাচনী প্রচারণার আর্থিক নীতি লঙ্ঘন, কর জালিয়াতি ও কংগ্রেসের সঙ্গে মিথ্যে বলার জন্য তার কারাবাস করা উচিত বলে মন্তব্য করেন।
ডেমোক্রেটরা বলছেন ট্রাম্প অভিশংসনের মত অপরাধ করেছেন এবং তাকে হোয়াইট হাউসের কার্যকাল শেষ হওয়ার পর কারাগারে পাঠানো উচিত। ক্যালিফোর্নিয়ায় ডেমোক্রেট সিনেটর অ্যাডাম স্কিফ বলেন ‘মাইকেল কোহেনের বিরুদ্ধে যে নথিগুলো উপস্থাপন করা হয়েছে তাতে ট্রাম্পের তার সাবেক প্রেমিকাকে মুখবন্ধ রাখার জন্য অর্থ দেয়ার বিষয়টি সুস্পষ্ট। তাই ক্ষমতা শেষ হলে তিনি জেলে জেতে পারেন। সিনেটর ক্রিস কুনস তার সঙ্গে সহমত পোষণ করেন।
এদিকে হোয়াইট হাউসের কর্মকর্তারা এখনো বিশ্বাস করছেন না বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুলারের রুশ তদন্তের ফলাফল অভিশংসনের মত কারণ হতে পারে। অন্যদিকে ট্রাম্পের এখনো বিশ্বাস রয়েছে তিনি হাউসের দ্বারা অভিশংসিত হলেও সিনেটের জিওপি নেতৃত্বাধীনে এর কোন সম্ভাবনা নেই।