শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৮, ০৬:৩৪ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৮, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিগ ব্যাশে আবারও ব্রিসবেনের অধিনায়কত্বে লিন

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিগ ব্যাশের এইবারের আসরে ব্রিসবেন হিটের হয়ে অধিনায়কত্ব করবেন অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটসম্যান ক্রিস লিন। সোমবার তার দল ব্রিসবেন হিট এই ঘোষণাটি দিয়েছে। তিন আসর পর আবার অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত লিন এবং দায়িত্বটি যথাযতভাবে পালন করতে পারবেন বলেও আত্মবিশ্বাসী তিনি।

গতবার ২০১৫-১৬ আসরেও ব্রিসবেন হিটের হয়ে অধিনায়কত্ব করেছিলেন লিন। দারুণ ব্যাটিং করে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন তিনি, কিন্তু তার দল পয়েন্ট তালিকায় সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের এবারের আসরে কুইন্সল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি।

লিন জানিয়েছেন, নেতৃত্ব দেয়া তার সহজাত বৈশিষ্ট্য এবং তিনি নেতৃত্ব দিতে অনেক উপভোগ করেন। পুনরায় ব্রিসবেনের নেতৃত্ব দেয়ার সুযোগ পাওয়া লিন পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাতে চান।

‘হিটের হয়ে অধিনায়কত্বের পূর্ব অভিজ্ঞতা আমি সত্যিই উপভোগ করেছি, কুইন্সল্যান্ডের হয়েও। নেতৃত্ব দেয়া আমার শুরু থেকেই ভালো লাগত এবং আমি আত্মবিশ্বাসী যে আমি বিগ ব্যাশেও তা ভালোভাবেই নিয়ন্ত্রণ করে দেখাতে পারব’ বলেছিলেন লিন।

ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশে সবচেয়ে বেশি ১৫৬০ রানের মালিক লিন এবং একমাত্র ক্রিকেটার যার বিগ ব্যাশে একশটির উপরে ছয় রয়েছে। ২৮ বছর বয়সী লিন তার ব্যাটিং দিয়ে বিশ্ব ক্রিকেটের টি-টুয়েন্টি ফরম্যাটগুলো ভালোভাবেই মাতাচ্ছেন।

এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন লিন, এছাড়া সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এবার ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া নিজেদের ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ মাতাবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়