শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ০৪:১৩ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণকে রাষ্ট্রক্ষমতার মালিক করার জন্য নির্বাচনে যাচ্ছি : আ স ম আব্দুর রব

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রব বলেছেন, ‘আমরা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মামলা প্রত্যাহার, গ্রেফতার বন্ধ রাখাসহ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে বলেছিলাম। কিন্তু শেখ হাসিনা তা করেননি। তারপরও আমরা আন্দোলনের অংশ হিসেবে দেশ, জাতি, জনগণের বৃহত্তর স্বার্থে জনগণকে রাষ্ট্রক্ষমতার মালিক করার জন্য নির্বাচনে যাচ্ছি। আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট নিয়ে জনগণের সরকার, মুক্তিযুদ্ধের সরকার ও ভোটের সরকার গঠন করতে চাই’।

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন থেকে রামগতি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রফিকুল হকের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘কোনও দল বা জোটের প্রার্থীর মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। অনেক জায়গায় একাধিক প্রার্থী দেওয়া হয়েছে। আগামী ৮ তারিখের আগ পর্যন্ত কোনও প্রার্থী চূড়ান্ত হচ্ছে না’।

আ স ম রব আরও বলেন, ‘একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র দাখিল করেছি। অন্যায়, অত্যাচার, জুলুম, দলবাজি, দখলবাজি, চাকরিবাজি, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার আন্দোলন করছি। আগামী ৯ তারিখের পরে সারা বাংলাদেশে গণজাগরণ সৃষ্টি হবে। ভোটের দিন ৩০ ডিসেম্বর বাংলাদেশে ভোট বিপ্লব হবে। ভোটের বাক্স পাহারা দেবে জনগণ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়