আক্তারুজ্জামান : বিগত দশ ইনিংসে চেনা রূপে দেখা যায়নি বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট হিসেবে খ্যাত মুমিনুল হককে। সিলেট টেস্টে লজ্জার হারের পর তাকে শুনতে হয়েছে দুয়োধ্বনি। তবে ঢাকা টেস্টে ঠিকই চেনা রূপে দেখা গেছে মুমিনুলকে। বিপদের হাত থেকে দলকে উদ্ধারের পাশাপাশি তুলে নিয়েছেন ক্যারিয়ারের সপ্তম শতকের দেখা।
২৬ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের ওপর যখন সিলেট টেস্টের জুজু ভর করে ঠিক তখনই সামিনে থেকে দলের হাল ধরেন মুমিনুল। আর তাকে যোগ্য সঙ্গ দেন মুশফিকুর রহিম। ১৭০ রানের জুটি গড়ে এখনো ক্রিজে আছে এই জুটি।
১৫০তম বলে সিকান্দারকে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের সপ্তম শতক তুলে নেন মুমিনুল। এই স্কোর গড়তে ১২ বার বল বাউন্ডারি ছাড়া করেন। ১০৪ রানে এখনো ক্রিজে আছেন। অন্যদিকে মুশফিক ২০তম অর্ধশতকের পথে ৭০ রানে তাকে সঙ্গ দিচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান।