শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০৬:২৬ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ লাখ গাড়ি তুলে নিচ্ছে বিএমডব্লিউ

প্রথম আলো : বিশ্ববাজারে থাকা ১০ লাখ গাড়ি তুলে নিচ্ছে জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। গতকাল মঙ্গলবার জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজেল চালিত গাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ৪ লাখ ৮০ হাজার গাড়ি বাজার থেকে তুলে নেয় বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এ ছাড়াও গাড়ি পুড়ে যাওয়ায় ঘটনায় দক্ষিণ কোরিয়ার কাছে ক্ষমা চেয়েছে বিএমডব্লিউ।

বিএমডব্লিউর পক্ষ থেকে বলা হয়েছে ডিজেল চালিত ১০ লাখ গাড়ি বাজার থেকে তুলে নেওয়া হবে। কারণ হিসেবে বলা হয়েছে, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বিএমডব্লিউ গ্রুপ। কিছু কিছু ডিজেল চালিত যানবাহনের ইঞ্জিনের গ্যাস সরবরাহ ব্যবস্থায় সমস্যার কারণে কোনো কোনো গাড়ি আগুন লাগার ঝুঁকির মুখে পড়তে পারে বলে বিএমডব্লিউর পক্ষ থেকে বলা হয়েছে। তাই ডিলার ও বিক্রেতারদের কাছ থেকে এসব গাড়ি ফেরত নিয়ে আবার পরীক্ষা করা হবে। কোন সমস্যা পেলে দ্রুত তা সারিয়ে আবার বাজারে গাড়িগুলো ছাড়া হবে।

যান্ত্রিক কিছু ত্রুটির কারণে এ বছরের আগস্টে ইউরোপ এবং এশিয়ার কয়েকটি দেশ থেকে ৪ লাখ ৮০ হাজার গাড়ি বিএমডব্লিউ তুলে নেয়। এ ছাড়াও এ বছরে ৩০টি গাড়ি পুড়ে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার কাছে ক্ষমা চেয়েছে। তথ্যসূত্র: এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়