শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০১৮, ০৩:৩৬ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৮, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে মাদকসেবীর লাথিতে আমদানিকারকের মৃত্যু

যশোর প্রতিনিধি : মাদকসেবী যুবকের লাথিতে যশোরের বেনাপোলে হাসানুজ্জামান (৫০) নামে এক আমদানিকারক নিহত হয়েছে। সোমবার রাত দশটার দিকে বেনাপোলের সাদিপুর মোড়ে এই ঘটনাটি ঘটে। নিহত হাসানুজ্জামান বেনাপোলের এসএস এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক। তিনি ওই এলাকার মৃত হাজী শামসুর রহমানের ছেলে।

নিহতের ছেলে আলিফ-উজ-জামান বলেন, আমার আব্বা রাত দশটার দিকে বাসায় যাচ্ছিলেন। পথে সাদিপুর মোড়ে পৌঁছালে দেখতে পান একই এলাকার আক্তার, সুজন, মুক্তার, রায়হান, সোহেল ও রনি একজন হকারকে ধরে পেটাচ্ছে। আমার আব্বা এর প্রতিবাদ করে ও তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা চালায়। এসময় আক্তার আব্বার বুকের ডানপাশে লাথি মারে।

এরপর বাড়িতে এসে তিনি বুকের ব্যথায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় আমরা তাকে বেনাপোলের একটি ক্লিনিকে নিয়ে যাই। তার অবস্থা খারাপ হওয়ায় সেখানকার ডাক্তার তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। ওইরাতেই আমরা তাকে যশোর জেনারেল হাসপাতালে আনছিলাম। কিন্তু পথে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে সকালে লাশ ময়না তদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এসআই মনির বলেন, আক্তারের লাথির আঘাতে ব্যবসায়ী হাসানুজ্জামানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের বুকের ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়