বিশ্বজিৎ দত্ত: জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে উদীচী শিল্পী গোষ্ঠী দলীয়ভাবে কোন গান পরিবশেন করেনি। গতকাল এ বিষয়ে দলের সভাপতি অমিত রঞ্জণ দে জানিয়েছেন, উদীচীকে জাতীয় ঐক্যের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি। সুতরাং সেখানে যাওয়ার কোন প্রশ্নই নেই। গণফেরামের নেতা মোস্তাক হোসেনের স্ত্রী সুরাই্য়া পারভীন ব্যাক্তিগতভাবে সমাবেশে সঙ্গীত পরিবেশন করেছেন।
তিনি আরো বলেন, সুরাই্য়া পারভীন উদীচীর সদস্য।এই গান পরিবেশনের সঙ্গে উদীচীর সাংগঠনিক গান পরিবেশনের কোন সম্পর্ক নেই।