শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০৪:৪২ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

সৈকত আহমেদ বেলাল, জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ মোটরসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন গাড়ি চালানোর দায়ে ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত ৭টি ইজিবাইক ও ২টি ভটভটিগাড়ি জব্দ করা হয়েছে।

জানা গেছে, জামালপুর সদর উপজেলা পরিষদের সামনের রাস্তায় লাইসেন্সবিহীন ইজিবাইক, ভটভটি, থ্রি-হুইলার, ব্যাটারি চালিত রিকসা নিয়ন্ত্রণে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মাজহারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আটক ব্যাটারিচালিত ৭টি ইজিবাইক ও দুটি ভটভটিগাড়ি জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জিম্মায় দেওয়া হয়। এ ছাড়া অভিযানের সময় ৯ মোটরসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন গাড়ি চালানোর দায়ে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ আইনের বিভিন্ন ধারায় ৯টি মামলায় ৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম বলেন, জনস্বার্থে এবং শহরের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়