শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০২:৪০ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলেক্টনিক বর্জ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আনছে থাইল্যান্ড

লিহান লিমা: ইলেক্টনিক এবং প্লাস্টিক বর্জ্য আমদানি পর নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে থাইল্যান্ড। বৃহস্পতিবার দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় এই ধরনের ৪৩২টি সামগ্রী আমদানির ওপর নিষেধাজ্ঞার কথা জানায়। ৬ মাসের মধ্যে ইলেকক্টনিক বর্জ্য এবং ২ বছরের মধ্যে প্লাস্টিক বর্জ্য নিষিদ্ধ করবে দেশটি।

থাইল্যান্ডের নিষেধাজ্ঞার আওতায় পড়া ৪৩২টি পণ্যের মধ্যে রয়েছে ইলেকক্টিক সার্কিট বোর্ড থেকে শুরু করে পুরোনে টেলিভিশন ও রেডিওর অংশ। শিল্প বিষয়ক বিভাগের নির্বাহী পরিচালক মংগোকুল প্রুকেওয়াতনা জানান, কয়েক দিনের মধ্যে নিষেধাজ্ঞার আওতায় পড়া পণ্যগুলোর পূর্ণ তালিকা প্রকাশ করা হবে।

দেশটির পরিবেশমন্ত্রী সুসরাসাক কাঞ্চনারারাত এর ডাকা বৈঠকে এই রেজ্যুলেশন পাশ করা হয়। সুরাসাক বলেন, ‘সেই সব ইলেকক্টিক পণ্যকেই প্রবেশের অনুমতি দেয়া হবে যা মেরামত ও পুনরায় ব্যবহার করা যাবে।’ অ্যালুমিনিয়াম, কপার এবং স্টিলের মত সামগ্রী শিল্পের ব্যবহারের জন্য আমদানি করা হলেও তা নির্দিষ্ট প্রক্রিয়া মোতাবেক করা হবে। এর আগে থাইল্যান্ডের শিল্প প্রতিষ্ঠানগুলো অবৈধভাবে ইলেকক্টিক বর্জ্য রপ্তানি করা শুরু করলে থাই সরকার তা বন্ধ করতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করে।

সম্প্রতি বাহিরের দেশগুলোর ইলেকক্টনিক বর্জ্যরে ভাগাড়ে পরিণত হওয়ার শঙ্কায় ভুগছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলো। কিছুদিন আগে চীন ‘বিদেশি ভাগাড়’ বিরোধী প্রচারণার অংশ হিসেবে টেক বর্জ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এক সপ্তাহ আগে ভিয়েতনামও বর্জ্য আমদানি বন্ধে নতুন লাইসেন্স ইস্যু করে এবং পেপার, প্লাস্টিক এবং মেটালের অবৈধ শিপমেন্ট বন্ধে ধর-পাকড় চালায়। আরব নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়