শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৮, ১০:১৮ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০১৮, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে স্কুল ছাত্রী ও বৃদ্ধার লাশ উদ্ধার

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় এক স্কুল ছাত্রী ও এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, শুক্রবার রাতে উপজেলার পশ্চিম রাজিহার গ্রাম থেকে মৃত অমূল্য বড়ালের স্ত্রী শেফালী রানীর (৭০) লাশ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা দাবি করলেও পুলিশের ধারণা তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। অপরদিকে উজিরপুরের কারফা পাবলিক একাডেমীর ষষ্ট শ্রেণির ছাত্রী প্রিয়ন্তি বিশ্বাস (১১) শুক্রবার বিকেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

পরিবারের সদস্যরা প্রিয়ন্তি বিদ্যুতায়িত হয়েছে বলে প্রচার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসার পর ওইদিন সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক প্রিয়ন্তিকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায়, প্রিয়ন্তি কারফা গ্রামের দিনমজুর নগেন্দ্র নাথ বিশ্বাসের কন্যা। শুক্রবার রাতেই উজিরপুর থানা পুলিশের সহায়তায় খোঁজ নিয়ে জানা গেছে, প্রিয়ন্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। উভয় ঘটনায় থানায় মামলা দায়েরের পর দুটি লাশের ময়নাতদন্তের জন্য শনিবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়