শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৩:৩১ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের বৃহত্তম উড়োজাহাজের নির্মতা অ্যান্টোনভকে রক্ষায় বোয়িং এর পদক্ষেপ

 

আসিফুজ্জামান পৃথিল: পৃথিবীর বৃহত্তম উড়োজাহাজ অ্যান্টোনভ এএন-২২৫ ম্রিয়া। এবার এই উড়োজাহাজ নির্মœকারী কোম্পানি অ্যান্টোনভকে বাঁচাতে নানামুখি পদক্ষেপ নিতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ নির্মাতা বোয়িং।

বর্তমানে ইউক্রেনিয়ান কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। দেশটির ব্যবসা রাশিয়া থেকে আমদানী করা যন্ত্রাংশ নির্ভর। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেবার পর থেকে কোম্পানিটি রাশিয়া থেকে উড়োজাহাজ যন্ত্রাংশ আমদানী বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

বোয়িং এর যন্ত্রাংশ ইউনিট এভিয়ল এখন থেকে অ্যান্টানভকে যন্ত্রাংশ সরবারহ করবে। এবং অ্যান্টানভ বছরে ৮টি করে উড়োজাহাজ প্রস্তুত করবে। সাম্প্রতিক সময়ে শেষ হওয়া ফ্রানবারাহ এয়ারশোতে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গত শুক্রবার রাতে একটি ইমেইল এর মাধ্যমে বোয়িং সিএনবিসিকে এই ব্যাপারে নিশ্চিত করেছে।

এছাড়াও অ্যান্টানভের প্রেসিডেন্ট ওলেক্সান্দার ডোনেটস নরয়টার্সকে জানিয়েছেন তারা এভিয়ল এর জন্য একটি স্টোরেজ ফ্যাসেলিটি নির্মান করবেন। তিনি বলেন, ‘এই ওয়ারহাউজটি পণ্য, যন্ত্রপাতি, ধাতব যন্ত্র, অধাতব যন্ত্র এগুলো লেনদেন করবে। আমরা এসব পণ্য আর আমাদের সাবেক সহযোগী রাশিয়ান ফেডারেশন থেকে পাইনা।’ ওলেক্সান্দার আরো জানিয়েছেন ওয়ারহাউজটির খরচ বোয়িং ই বহন করবে।

অ্যান্টানভ বেশ কিছু মডেলের যাত্রীবাহী, মালবাহী এবং পরিবহণ উড়োজাহাজ নির্মাণ করে থাকে। বর্তমানে তারা এন-১৩২ টার্বোপ্রম সামরিক বিমানের উন্নয়ন ঘটাচ্ছে। সিএনবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়