শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ১১:৩৪ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালেবানকে ঈদুল আজহা উপলক্ষে যুদ্ধবিরতির আহ্বান আফগান প্রেসিডেন্টের

সাইদুর রহমান : আগামী মাসে ঈদুল আজহার আগে তালেবানের প্রতি আবারো যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। প্রেসিডেন্ট গনির প্রধান মুখপাত্র হারুন চাকানসুরি গতকাল (শনিবার) কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেন, “কুরবানির ঈদকে সামনে রেখে একটি যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার সম্ভাবনা রয়েছে।” আগামী ২২ আগস্ট আফগানিস্তানে ঈদুল আজহা উদযাপিত হবে।

এ সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও ওই মুখপাত্র বলেছেন, সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে ঈদুল ফিতর উপলক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল আফগান সরকার ও তালেবান। গত ৯ জুন তালেবান ঘোষণা করেছিল, তারা আফগান সরকারের প্রস্তাবিত এক সপ্তাহের যুদ্ধবিরতিতে সাড়া দিয়েছে। তবে তালেবানের প্রস্তাব মেনে ওই যুদ্ধবিরতি থেকে বিদেশি সেনাদের বাইরে রাখা হয়।

এরপর তালেবান ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত তিনদিন তাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করে। তারা জানায়, ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত এ যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না; যদিও প্রেসিডেন্ট গনি তার পক্ষ থেকে ৯ জুন ঘোষিত এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করেন। সূত্র : আল-আরাবিয়া

তবে তালেবান সরকারের পক্ষ থেকে ঘোষিত ওই অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি মানেনি এবং তারা ১৭ জুনের পর থেকে এ পর্যন্ত বহুবার সরকারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়