শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০৬:৩৪ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ির নিচে গুপ্তধন! খোঁড়াখুঁড়ি হচ্ছে আজ (ভিডিও)

হ্যাপী আক্তার : রাজধানীর মিরপুরের একটি বাড়িতে গুপ্তধন থাকার খবরে খালি করা হয়েছে। গুজবের টানে ছুটে আসছে উৎসাহী জনতা। নিরাপত্তায় বসানো হয়েছে পুলিশি পাহারা। কয়েকজন দাবি করেছেন, সেখানে রয়েছে তাদের পূর্বপুরুষের মূল্যবান সম্পদ। কিন্তু প্রকৃত ঘটনা কী, জানার জন্য বাড়িটিতে খোঁড়াখুঁড়ি হচ্ছে আজ।

রাজধানীর মিরপুরে পৌনে ২ কাঠায় টিনশেডের একতলা বাড়িটিতে গুপ্তধন থাকার খরব পেয়ে বাসাটির সামনে পুলিশ পাহারায় থাকছে গত ৭ দিন ধরে। এই বাড়ির ৪টি কক্ষেই তালা। এর একটিতে মূল্যবান কোনো ধনসম্পদ থাকার গুজব। এরই মধ্যে কয়েকজন দাবিও করেছেন, এটির মালিকানা তাদের পূর্বসুরীদের। বিদায় করে দেওয়া হয়েছে বাড়ির সব ভাড়াটিয়াকে। তবে আসলেই কোনো গুপ্তধন আছে কিনা তার কোনো সঠিক কোনো তথ্য কেউ দিতে পারেননি। এ নিয়ে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন বাড়ির এক মালিক।

বাড়ির কেয়ারটেকার বলেছে, গুপ্তধন বলতে আমরা যতটুকু জানি পাকিস্থান আমলে সে এই বাড়িতে দামি স্বর্ণ অলংকার ও কিছু গহনা আছে।

পালাক্রমে ৪ জন করে পুলিশ সদস্য সার্বক্ষণিক পাহারা দিচ্ছেন বাড়িটি। গুপ্তধনের গুজব ছড়িয়ে পড়ায় বাড়িটি ঘিরে উৎসুক জনতার ভিড়।

মিরপুর মডেল থানার এএসআই রাশেদুল হাসান বলেছেন, বাড়িটিতে গুপ্তধন রয়েছে লোক মুখে আমরাও শুনেছি। তদন্ত সাপেক্ষে যতক্ষণ পর্যন্ত খোঁড়াখুঁড়ি না হচ্ছে কিছু বলা যাচ্ছে না।

কী আছে এই বাড়িতে? আদৌ কিছু আছে কি? শনি বা রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি হতে পারে, বলছে পুলিশ। তখনই মীমাংসা হবে গুজবের। সূত্র : ইন্ডিপেন্ডেট টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়