শিরোনাম
◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে ◈ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম: ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব, মিডিয়া নিয়ন্ত্রণের সমালোচনা ◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ 

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০৬:৩৪ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ির নিচে গুপ্তধন! খোঁড়াখুঁড়ি হচ্ছে আজ (ভিডিও)

হ্যাপী আক্তার : রাজধানীর মিরপুরের একটি বাড়িতে গুপ্তধন থাকার খবরে খালি করা হয়েছে। গুজবের টানে ছুটে আসছে উৎসাহী জনতা। নিরাপত্তায় বসানো হয়েছে পুলিশি পাহারা। কয়েকজন দাবি করেছেন, সেখানে রয়েছে তাদের পূর্বপুরুষের মূল্যবান সম্পদ। কিন্তু প্রকৃত ঘটনা কী, জানার জন্য বাড়িটিতে খোঁড়াখুঁড়ি হচ্ছে আজ।

রাজধানীর মিরপুরে পৌনে ২ কাঠায় টিনশেডের একতলা বাড়িটিতে গুপ্তধন থাকার খরব পেয়ে বাসাটির সামনে পুলিশ পাহারায় থাকছে গত ৭ দিন ধরে। এই বাড়ির ৪টি কক্ষেই তালা। এর একটিতে মূল্যবান কোনো ধনসম্পদ থাকার গুজব। এরই মধ্যে কয়েকজন দাবিও করেছেন, এটির মালিকানা তাদের পূর্বসুরীদের। বিদায় করে দেওয়া হয়েছে বাড়ির সব ভাড়াটিয়াকে। তবে আসলেই কোনো গুপ্তধন আছে কিনা তার কোনো সঠিক কোনো তথ্য কেউ দিতে পারেননি। এ নিয়ে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন বাড়ির এক মালিক।

বাড়ির কেয়ারটেকার বলেছে, গুপ্তধন বলতে আমরা যতটুকু জানি পাকিস্থান আমলে সে এই বাড়িতে দামি স্বর্ণ অলংকার ও কিছু গহনা আছে।

পালাক্রমে ৪ জন করে পুলিশ সদস্য সার্বক্ষণিক পাহারা দিচ্ছেন বাড়িটি। গুপ্তধনের গুজব ছড়িয়ে পড়ায় বাড়িটি ঘিরে উৎসুক জনতার ভিড়।

মিরপুর মডেল থানার এএসআই রাশেদুল হাসান বলেছেন, বাড়িটিতে গুপ্তধন রয়েছে লোক মুখে আমরাও শুনেছি। তদন্ত সাপেক্ষে যতক্ষণ পর্যন্ত খোঁড়াখুঁড়ি না হচ্ছে কিছু বলা যাচ্ছে না।

কী আছে এই বাড়িতে? আদৌ কিছু আছে কি? শনি বা রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি হতে পারে, বলছে পুলিশ। তখনই মীমাংসা হবে গুজবের। সূত্র : ইন্ডিপেন্ডেট টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়