শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৮, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০১৮, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

এম শিমুল খান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ষাটোর্ধ্ব বয়সী বৃদ্ধের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার তালতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই ছাত্রী গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের তালতলা গ্রামের সিরাজ শেখের মেয়ে।

এ ব্যাপারে ছাত্রীর পিতা সিরাজ শেখ বাদী কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে প্রকাশ, ওই স্কুল ছাত্রীর মা-বাবা দু’জনে পার্শ্ববর্তী একটি মৎস্য ঘেরে রাত-দিন শ্রমিকের কাজ করেন। ওই ছাত্রী তার ৯ বছরের ছোট ভাই আমিনকে নিয়ে বাড়িতে থাকে। এ সুযোগে প্রতিবেশী ৪ সন্তানের জনক সোহরাফ মোল্যা (৬১) দীর্ঘ দিন ধরে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে নানা ধরণের প্রলোভন দেখিয়ে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। এক পর্যায় গত ৯ জুলাই রাত ৯ টার দিকে লম্পট সোহরাফ মোল্যা জোর পূর্বক ওই ছাত্রীর বসত ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় স্কুলছাত্রীর আর্ত চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সোহরাফ মোল্যা পালিয়ে যান। সোহরাফ মোল্যা উপজেলার তালতলা গ্রামের মৃত রঙ্গু মোল্যার ছেলে।

এ ব্যাপারে সোহরাফ মোল্যা বলেন, বিগত ইউপি নির্বাচনের পর থেকে প্রতিপক্ষের সাথে আমার বিরোধ চলে আসছে। এরই জের ধরে আমাকে ফাঁসানোর জন্য এ অভিযোগ করেছে।

এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়