শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৮, ০৪:৫৭ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০১৮, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার বুড়িচংয়ের ১০ টি ফার্মেসীকে মডেল ফার্মেসীতে রুপান্তর

তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে ঔষধ প্রশাসনের উদ্দোগ্যে ১০টি মডেল ফার্মেসীর উদ্বোধন করা হয়। উপজেলা পর্যায়ে প্রথম বুড়িচংয়ের ১০টি ফার্মেসীকে মডেল ফার্মেসীতে রুপান্তর করা হয়।

শনিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের পাইলট প্রকল্পের আওতায় মডেল ফার্মেসী কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি। বিশেষ অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরুল হাসান, কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মাহবুবুর রহমান, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বুড়িচংয়ের সভাপতি মোঃ শাহ আলম।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবাকে জনগনের দোরগোড়ায় পৌছে দিতে পাইলট প্রকল্পের আওতায় মডেল ফার্মেসি কার্যক্রমের শুরু হয়েছে। দেশের প্রতিটি উপজেলায় এ কার্যক্রম চলমান থাকবে। ঔষধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং মেয়াদোত্তীর্ন মানহীন নকল ঔষধ ঠেকাতে মডেল ফার্মেসী কার্যক্রম চালিয়ে যাবে।

এর আগে অতিথিরা ফিতা কেটে মডেল ফার্মেসি উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়