শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ০৮:০১ সকাল
আপডেট : ২৩ জুন, ২০১৮, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকাশ থেকে ঝরে পড়ল অসংখ্য সামুদ্রিক প্রাণী

ডেস্ক রিপোর্ট : চীনের উপকূলে অবস্থিত কিংদাও শহরে কিছু দিন আগে ঘটে গেছে অবাক করা এক ঘটনা। হঠাৎ একদিন ওই শহরের আকাশ থেকে ঝরে পড়তে থাকে অক্টোপাস, তারামাছ, জেলি মাছ, স্কুইড, চিংড়ি মাছসহ বিভন্ন ধরনের সামুদ্রিক মাছ ও প্রাণী। আকাশ থেকে ঝরে পড়া ওই সব প্রাণীতে ছেয়ে গেছে ওই শহরের প্রতিটি পথঘাট।

এক্সপ্রেস ইউকের প্রতিবেদনে জানানো হয়, কিংদাও শহরে সামুদ্রিক প্রাণীর বৃষ্টি হওয়ার খবর এরই মধ্যে প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এ অদ্ভুত বৃষ্টির বিভিন্ন ছবি ক্যামেরায় বন্দী করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পোস্ট করেন ওই শহরে বসবাসকারী অনেকেই।

প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে অনুসন্ধান চালালে জানা যায়, সে দিন ওই শহরে ঘণ্টায় প্রায় ১২৫ কিলোমিটার বেগের তুমুল ঝড় বইছিল। ঝড়ের সঙ্গে ছিল বৃষ্টিও।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, সমুদ্র থেকে সৃষ্টি হয় এক ধরনের জলস্তম্ভ রয়েছে, যা থেকেই মূলত সৃষ্টি এমন ঝড়ের। সাধারণত ইয়েলো সি থেকেই এ ঝড়ের সৃষ্টি হয়ে থাকে।

এদিকে সমুদ্রের পানি থেকে তৈরি হওয়া জলস্তম্ভের প্রচণ্ড শক্তির টানে সমুদ্রের কিছু প্রাণী আকাশে উঠে আসে। এরপর বৃষ্টির মাধ্যমে সেই প্রাণীগুলো মাটিতে নেমে আসে।

সূত্র : প্রিয় ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়