শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ০৩:৫৮ রাত
আপডেট : ২৩ জুন, ২০১৮, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইঁদুরের আতঙ্কে নাকাল সুইডেনের শহর সান্ডসভল

মাহাদী আহমেদ : ইঁদুরের আতঙ্কে নাকাল সুইডেনের উত্তরাঞ্চলীয় শহর সান্ডসভলে’র বাসিন্দারা। সম্প্রতি সান্ডসভল শহরে বিশাল আকৃতির ইদুরের উপস্থিতি লক্ষ্য করা যায়। আকারে ইদুরগুলো প্রায় বিড়ালের সমান।

সান্ডসভল শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের দিনের বেলাতেও ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখার পরামর্শ প্রদান করেছে। এছাড়া স্কুলে বিরতির সময়েও ছাত্র-ছাত্রীদের বাইরে বেরুতে নিষেধ করা হয়েছে।

ইঁদুরের উৎপাত বন্ধে সান্ডসভাল শহর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করেছে। তারা ইতোমধ্যেই একটি কীট-পতঙ্গ নিয়ন্ত্রক দলের শরণাপন্ন হয়েছে যারা শহরজুড়ে প্রায় ৫০টি ইঁদুর ধরার ফাঁদ পেতেছে।

এছাড়াও শহর কর্তৃপক্ষ শহরের বিভিন্ন স্থানে বিষ মাখানো খাবার ছড়িয়ে-ছিটিঁয়ে দিয়েছে এবং শহরের বাসিন্দাদের অনুরোধ করেছে তারা যেনো কোনো খোলা স্থানে ময়লা-আবর্জনা ফেলে না রাখে।

ধারণা করা হচ্ছে শহরের একটি প্রাইভেট রিসাইক্লিং সেন্টার এ সমস্যার জন্যে দায়ী। ইঁদুরগুলো মূলত সেখান থেকেই আবাসিক এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে।
সান্ডসভাল শহরের একজন পরিকল্পনা কর্মকর্তা বলেন, এখনই যদি ইঁদুরগুলোকে সমূলে উটপাত করা সম্ভব না হয়, তবে এ সঙ্কট আরো তীব্র হতে পারে।

এছাড়া ইঁদুরের এ আক্রমনের ফলে প্লেগে’র মতো ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত বিভিন্ন মারাত্মক রোগও মহামারী আঁকারে ছড়িয়ে পড়তে পারে। - স্পুৎনিক ও ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়