শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ২৭ মে, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘লাভজনক বিনিয়োগ শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ থাকা উচিত’

আশিক রহমান : সব চেয়ে ভালো ও লাভজনক বিনিয়োগ শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ থাকা উচিত বলে মনে করেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি মনে করি জাতীয় বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ থাকা উচিত। কারণ শিক্ষায় ব্যয় বরাদ্দ বাড়ানোর মানেই হচ্ছে বিনিয়োগ বাড়ানো। এবং সারা পৃথিবীতেই স্বীকৃত যে শিক্ষা হচ্ছে সব চেয়ে ভালো বিনিয়োগ। এই বিনিয়োগ থেকে ক্রমাগতভাবে দেশ ও জাতি উপকৃত হবে, যা অন্য কোনো খাতে বিনিয়োগ করে এতটা লাভজনক হয় না ভবিষ্যতে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতের বাজেট ঘোষণা করাটাই বড় কথা নয়, বাজেট কিভাবে ব্যয় হবে সেটিই বড় কথা। আমরা যেটা লক্ষ্য করি যে, শিক্ষা খাতের সব চেয়ে বড় অভাবটি হচ্ছে শিক্ষার গুণ ও মান। ব্যয় বরাদ্দ বাড়িয়ে গুণ-মান নিশ্চিত করা যায় না। বরং গুণ ও মানসম্মত শিক্ষক নিয়োগ বা প্রশাসনে গুণ-মান নিশ্চিত করার মধ্যদিয়ে শিক্ষার গুণগত পরিবর্তন হতে পারে, সেই দিকটি আমাদের লক্ষ্য রাখতে হবে।

এক প্রশ্নের জবাবে ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, শিক্ষা খাতের কোনো কিছুই যেন রাজনীতিকীকরণ করা না হয়, তাহলেই কেবল শিক্ষা খাতে এ ব্যয় বরাদ্দ বাড়িয়ে নেওয়ার উদ্যোগটি স্বার্থক হবে। কিন্তু রাজনীতিকীকরণ হলে, গুণ-মান জলাঞ্জলি দিলে শিক্ষাখাতে ব্যয় বরাদ্দ বাড়িয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়