শিরোনাম
◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ২৭ মে, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘লাভজনক বিনিয়োগ শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ থাকা উচিত’

আশিক রহমান : সব চেয়ে ভালো ও লাভজনক বিনিয়োগ শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ থাকা উচিত বলে মনে করেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি মনে করি জাতীয় বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ থাকা উচিত। কারণ শিক্ষায় ব্যয় বরাদ্দ বাড়ানোর মানেই হচ্ছে বিনিয়োগ বাড়ানো। এবং সারা পৃথিবীতেই স্বীকৃত যে শিক্ষা হচ্ছে সব চেয়ে ভালো বিনিয়োগ। এই বিনিয়োগ থেকে ক্রমাগতভাবে দেশ ও জাতি উপকৃত হবে, যা অন্য কোনো খাতে বিনিয়োগ করে এতটা লাভজনক হয় না ভবিষ্যতে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতের বাজেট ঘোষণা করাটাই বড় কথা নয়, বাজেট কিভাবে ব্যয় হবে সেটিই বড় কথা। আমরা যেটা লক্ষ্য করি যে, শিক্ষা খাতের সব চেয়ে বড় অভাবটি হচ্ছে শিক্ষার গুণ ও মান। ব্যয় বরাদ্দ বাড়িয়ে গুণ-মান নিশ্চিত করা যায় না। বরং গুণ ও মানসম্মত শিক্ষক নিয়োগ বা প্রশাসনে গুণ-মান নিশ্চিত করার মধ্যদিয়ে শিক্ষার গুণগত পরিবর্তন হতে পারে, সেই দিকটি আমাদের লক্ষ্য রাখতে হবে।

এক প্রশ্নের জবাবে ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, শিক্ষা খাতের কোনো কিছুই যেন রাজনীতিকীকরণ করা না হয়, তাহলেই কেবল শিক্ষা খাতে এ ব্যয় বরাদ্দ বাড়িয়ে নেওয়ার উদ্যোগটি স্বার্থক হবে। কিন্তু রাজনীতিকীকরণ হলে, গুণ-মান জলাঞ্জলি দিলে শিক্ষাখাতে ব্যয় বরাদ্দ বাড়িয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়