শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ২৭ মে, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘লাভজনক বিনিয়োগ শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ থাকা উচিত’

আশিক রহমান : সব চেয়ে ভালো ও লাভজনক বিনিয়োগ শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ থাকা উচিত বলে মনে করেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি মনে করি জাতীয় বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ থাকা উচিত। কারণ শিক্ষায় ব্যয় বরাদ্দ বাড়ানোর মানেই হচ্ছে বিনিয়োগ বাড়ানো। এবং সারা পৃথিবীতেই স্বীকৃত যে শিক্ষা হচ্ছে সব চেয়ে ভালো বিনিয়োগ। এই বিনিয়োগ থেকে ক্রমাগতভাবে দেশ ও জাতি উপকৃত হবে, যা অন্য কোনো খাতে বিনিয়োগ করে এতটা লাভজনক হয় না ভবিষ্যতে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতের বাজেট ঘোষণা করাটাই বড় কথা নয়, বাজেট কিভাবে ব্যয় হবে সেটিই বড় কথা। আমরা যেটা লক্ষ্য করি যে, শিক্ষা খাতের সব চেয়ে বড় অভাবটি হচ্ছে শিক্ষার গুণ ও মান। ব্যয় বরাদ্দ বাড়িয়ে গুণ-মান নিশ্চিত করা যায় না। বরং গুণ ও মানসম্মত শিক্ষক নিয়োগ বা প্রশাসনে গুণ-মান নিশ্চিত করার মধ্যদিয়ে শিক্ষার গুণগত পরিবর্তন হতে পারে, সেই দিকটি আমাদের লক্ষ্য রাখতে হবে।

এক প্রশ্নের জবাবে ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, শিক্ষা খাতের কোনো কিছুই যেন রাজনীতিকীকরণ করা না হয়, তাহলেই কেবল শিক্ষা খাতে এ ব্যয় বরাদ্দ বাড়িয়ে নেওয়ার উদ্যোগটি স্বার্থক হবে। কিন্তু রাজনীতিকীকরণ হলে, গুণ-মান জলাঞ্জলি দিলে শিক্ষাখাতে ব্যয় বরাদ্দ বাড়িয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়