শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ২৭ মে, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘লাভজনক বিনিয়োগ শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ থাকা উচিত’

আশিক রহমান : সব চেয়ে ভালো ও লাভজনক বিনিয়োগ শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ থাকা উচিত বলে মনে করেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি মনে করি জাতীয় বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ থাকা উচিত। কারণ শিক্ষায় ব্যয় বরাদ্দ বাড়ানোর মানেই হচ্ছে বিনিয়োগ বাড়ানো। এবং সারা পৃথিবীতেই স্বীকৃত যে শিক্ষা হচ্ছে সব চেয়ে ভালো বিনিয়োগ। এই বিনিয়োগ থেকে ক্রমাগতভাবে দেশ ও জাতি উপকৃত হবে, যা অন্য কোনো খাতে বিনিয়োগ করে এতটা লাভজনক হয় না ভবিষ্যতে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতের বাজেট ঘোষণা করাটাই বড় কথা নয়, বাজেট কিভাবে ব্যয় হবে সেটিই বড় কথা। আমরা যেটা লক্ষ্য করি যে, শিক্ষা খাতের সব চেয়ে বড় অভাবটি হচ্ছে শিক্ষার গুণ ও মান। ব্যয় বরাদ্দ বাড়িয়ে গুণ-মান নিশ্চিত করা যায় না। বরং গুণ ও মানসম্মত শিক্ষক নিয়োগ বা প্রশাসনে গুণ-মান নিশ্চিত করার মধ্যদিয়ে শিক্ষার গুণগত পরিবর্তন হতে পারে, সেই দিকটি আমাদের লক্ষ্য রাখতে হবে।

এক প্রশ্নের জবাবে ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, শিক্ষা খাতের কোনো কিছুই যেন রাজনীতিকীকরণ করা না হয়, তাহলেই কেবল শিক্ষা খাতে এ ব্যয় বরাদ্দ বাড়িয়ে নেওয়ার উদ্যোগটি স্বার্থক হবে। কিন্তু রাজনীতিকীকরণ হলে, গুণ-মান জলাঞ্জলি দিলে শিক্ষাখাতে ব্যয় বরাদ্দ বাড়িয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়