শিরোনাম
◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ২৭ মে, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘লাভজনক বিনিয়োগ শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ থাকা উচিত’

আশিক রহমান : সব চেয়ে ভালো ও লাভজনক বিনিয়োগ শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ থাকা উচিত বলে মনে করেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি মনে করি জাতীয় বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ থাকা উচিত। কারণ শিক্ষায় ব্যয় বরাদ্দ বাড়ানোর মানেই হচ্ছে বিনিয়োগ বাড়ানো। এবং সারা পৃথিবীতেই স্বীকৃত যে শিক্ষা হচ্ছে সব চেয়ে ভালো বিনিয়োগ। এই বিনিয়োগ থেকে ক্রমাগতভাবে দেশ ও জাতি উপকৃত হবে, যা অন্য কোনো খাতে বিনিয়োগ করে এতটা লাভজনক হয় না ভবিষ্যতে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতের বাজেট ঘোষণা করাটাই বড় কথা নয়, বাজেট কিভাবে ব্যয় হবে সেটিই বড় কথা। আমরা যেটা লক্ষ্য করি যে, শিক্ষা খাতের সব চেয়ে বড় অভাবটি হচ্ছে শিক্ষার গুণ ও মান। ব্যয় বরাদ্দ বাড়িয়ে গুণ-মান নিশ্চিত করা যায় না। বরং গুণ ও মানসম্মত শিক্ষক নিয়োগ বা প্রশাসনে গুণ-মান নিশ্চিত করার মধ্যদিয়ে শিক্ষার গুণগত পরিবর্তন হতে পারে, সেই দিকটি আমাদের লক্ষ্য রাখতে হবে।

এক প্রশ্নের জবাবে ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, শিক্ষা খাতের কোনো কিছুই যেন রাজনীতিকীকরণ করা না হয়, তাহলেই কেবল শিক্ষা খাতে এ ব্যয় বরাদ্দ বাড়িয়ে নেওয়ার উদ্যোগটি স্বার্থক হবে। কিন্তু রাজনীতিকীকরণ হলে, গুণ-মান জলাঞ্জলি দিলে শিক্ষাখাতে ব্যয় বরাদ্দ বাড়িয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়