শিরোনাম
◈ ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ কার্যকর, সেবাচার্জ বেড়েছে গড়ে ৪১ শতাংশ ◈ চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ◈ মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন ◈ কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, আমার কাছে ‘নাম ও কণ্ঠ রেকর্ড আছে’ : জামায়াতের নায়েবে আমীর ◈ রাজনী‌তির ময়দা‌নে আ‌লোচনা তু‌ঙ্গে, বাংলাদেশে সেফ এক্সিট কারা নিয়েছিলেন? ◈ বিমান নিরাপত্তায় বাংলাদেশে ঐতিহাসিক অগ্রগতি, নিন্দা থেকে প্রশংসায় বাংলাদেশ ◈ রোনালদোর রেকর্ড, হা‌ঙ্গে‌রির স‌ঙ্গে ড্র করায় বিশ্বকা‌পে ওঠার অপেক্ষা বাড়ল পর্তুগালের ◈ রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ◈ সবার আগে ইউ‌রোপ থে‌কে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড ◈ হোয়াইটওয়াশ হওয়ার পর মিরাজ : ইচ্ছা করে কেউ খারাপ খেলে না, আমরা এতটা খারাপ দল না

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ০৪:৩৮ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে ২৮জন কৃতি শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা সহায়তায় বৃত্তির চেক প্রদান

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার মডেল বেতাগা ইউনিয়ন উচ্চশিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে ডা. আবু তালেব, শিক্ষানুরাগী হৃদয় রঞ্জন দাশ, শিল্পপতি এসএম আমজাদ হোসেন, শিল্পপতি আব্দুল জব্বার মোল্লা, শিক্ষানুরাগী, নগেন্দ্র নাথ দাশ, শিক্ষানুরাগী কেশবলাল দাশ, প্রকৌশলী ডাঃ সুবোধ কুমার দাশ ও জননেতা শেখ হেলাল উদ্দীন বৃত্তি-২০১৭ শেষ কিস্তির চেক প্রদান অনুষ্ঠান গতকাল রবিবার বিকাল ৫টায় বেতাগা মডেল ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পের সভাপতি ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাট এর উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার প্রিয়াংকা রানী পাল, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী ও অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক শিক্ষাবিদ সঞ্জিব কুমার ঘোষ।

সিআইজি ফোরামের সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মুলঘর ইউপি চেয়ারম্যান অ্যাড. হীটলার গোলদার, প্রকল্প বাছাই কমিটির সভাপতি শিক্ষাবিদ দাশ শিশির কুমার, প্রকল্পের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সৌরভ কুমার হালদার, সাথী পাল ও অভিভাবিকা মালেকা বেগম প্রমুখ। সভায় ২৮জন শিক্ষাথীকে (অক্টোবর,নভেম্বর ডিসেম্বর মাসের) ১লক্ষ ৮৯হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় শিক্ষক শিক্ষিকা সাংবাদিক জনপ্রতিনিধি সহ সুশিল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়