শিরোনাম
◈ পানগাঁও কন্টেইনার টার্মিনাল নিয়ন্ত্রণ পাচ্ছে বিদেশি কোম্পানি ◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ০৪:৩৮ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে ২৮জন কৃতি শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা সহায়তায় বৃত্তির চেক প্রদান

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার মডেল বেতাগা ইউনিয়ন উচ্চশিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে ডা. আবু তালেব, শিক্ষানুরাগী হৃদয় রঞ্জন দাশ, শিল্পপতি এসএম আমজাদ হোসেন, শিল্পপতি আব্দুল জব্বার মোল্লা, শিক্ষানুরাগী, নগেন্দ্র নাথ দাশ, শিক্ষানুরাগী কেশবলাল দাশ, প্রকৌশলী ডাঃ সুবোধ কুমার দাশ ও জননেতা শেখ হেলাল উদ্দীন বৃত্তি-২০১৭ শেষ কিস্তির চেক প্রদান অনুষ্ঠান গতকাল রবিবার বিকাল ৫টায় বেতাগা মডেল ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পের সভাপতি ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাট এর উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার প্রিয়াংকা রানী পাল, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী ও অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক শিক্ষাবিদ সঞ্জিব কুমার ঘোষ।

সিআইজি ফোরামের সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মুলঘর ইউপি চেয়ারম্যান অ্যাড. হীটলার গোলদার, প্রকল্প বাছাই কমিটির সভাপতি শিক্ষাবিদ দাশ শিশির কুমার, প্রকল্পের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সৌরভ কুমার হালদার, সাথী পাল ও অভিভাবিকা মালেকা বেগম প্রমুখ। সভায় ২৮জন শিক্ষাথীকে (অক্টোবর,নভেম্বর ডিসেম্বর মাসের) ১লক্ষ ৮৯হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় শিক্ষক শিক্ষিকা সাংবাদিক জনপ্রতিনিধি সহ সুশিল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়