শিরোনাম
◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ০৪:২৭ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানী কূটনীতিকদের উপর কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আসিফুজ্জামান পৃথিল: ওয়াশিংটনে কর্মরত পাকিস্তানী কূটনীতিকদের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটা জানিয়েছেন পাকিস্তানি সাংবাদিক নুসরাত জাভেদ। আগামী ১ মে থেকে কার্যকর হতে যাচ্ছে এই নিষেধাজ্ঞা।

নতুন আরোপিত এই নিষেধাজ্ঞার আওতায় পাকিস্তানি কূটনীতিকেরা দূতাবাসের ২৫ কিলোমিটার ব্যাসার্ধের বাইরে বিনা অনুমতিতে যেতে পারবেন না।

‘বোলবোল পাকিস্তান’ নামের একটি টেলিভিশন শোতে নুসরাত বলেন, ‘মে মাসের এক তারিখ থেকে পাকিস্তানি কূটনীতিবীদদের দূতাবাস এলাকার ২৫ কিলোমিটার ব্যাসার্ধের বাইরে যেতে হলে বাধ্যতামূলকভাবে অনুমতি নিতে হবে।’

এই পদক্ষেপের ফলে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন আরো তিক্ত হবার সম্ভাবনা বেড়ে গেল। এই জেষ্ঠ্য সাংবাদিক আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র যে সকল দেশকে তুচ্ছ-তাচ্ছিল্ল্য করতে চায় তাদের ক্ষেত্রে এসব পদক্ষেপ নেয়। উদাহরণ হিসেবে বলা যায় কয়েকদিন আগে তারা কিছু রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে। এতে কিন্তু রাশিয়ার কোন ক্ষতি হয়নি।’

গত শনিবার পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অ্যাটাশে কর্ণেল জোসেফ ইমানুয়েল ইসলামাবাদে দুই যুবককে গাড়ি চাপা দেন। এতে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিক্রিয়ায় পাকিস্তান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানায়। এত দুদেশের সম্পর্কের তিক্ততা সৃষ্টি হয়।

এর আগে ২০১১ সালে যুক্তরাষ্ট্রের গুপ্তচর রেমন্ড ডেভিসকে দুজন পাকিস্তানিকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়। - ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়