শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৮, ০২:৫৬ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববিদ্যালয়ে পিয়ন পদে চাকরি প্রার্থী গবেষক!

মো. কামাল হোসনে: চাকরি যেন সোনার হরিণ। অষ্টম শ্রেণি পাশ করলেই পিয়ন, হেল্পার বা সহায়কের পদে চাকরির জন্য আবেদন করা যায়। ওই সব পদে ন্যূনতম যোগ্যতামান সেটাই। অথচ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই কাজের জন্য আবেদন করেছেন বিটেক, এমটেক পাশ করা অনেক প্রার্থী, এমনকি গবেষকেরাও! এই ঘটনায় উদ্বিগ্ন শিক্ষা শিবির।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ৭০টি পদের জন্য আবেদন করেন প্রায় ১১ হাজার প্রার্থী। তাঁদের মধ্যে রয়েছেন গবেষক, বিজ্ঞানের অনার্স উত্তীর্ণ, বিটেক ও এমটেক পড়ুয়ারা। তারা লিখিত পরীক্ষাও দিয়েছেন। সেখান থেকে ৫০০ জনকে বেছে নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের এক কর্তা বলেন,  এমটেক, বিটেক পাশ করা ছেলেমেয়েরা ১৫ হাজার টাকার পিয়নের চাকরির জন্য আবেদন করেছেন, ভাবতেই খারাপ লাগছে।

চাকরিতে মন্দা। তাই বন্ধ হয়ে যেতে বসেছে বহু বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। পিয়নের পদে উচ্চশিক্ষিতদের ভিড় চাকরি-মন্দারই প্রতিফলন বলে মনে করছেন শিক্ষা শিবিরের একটি অংশ। ওই শিবিরেরই অন্য অংশের বক্তব্য, এর আগে বৈদ্যুতিক চুল্লির ডোমের পদে আবেদনকারীদের মধ্যে ছিলেন স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। সে-দিক থেকে দেখতে গেলে পিয়ন-পদে বিটেক, এমটেক ডিগ্রিধারীদের আবেদন কোনও ব্যতিক্রম নয়। সূত্র: আনন্দবাজার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়