শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৮, ০১:৩৩ রাত
আপডেট : ১২ মার্চ, ২০১৮, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতির অপেক্ষায় বিএনপি

শাহানুজ্জামান টিটু: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতির অপেক্ষায় রয়েছে বিএনপি।

রোববার রাতে এ রির্পোট লেখা পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতির বিষয়ে কোনো হ্যা বা না সুচক জবাব পায়নি দলটি। তবে সুত্র জানায়, সীমিত আকারে সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে।

এরআগে সকালের দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যান বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ছিলেন। সকাল ১০টা থেকে এক ঘন্টা অপেক্ষা করে বেলা ১১টায় তারা ডিএমপি কমিশনারের কার্যালয়ে ত্যাগ করেন। এসময় আবুল খায়ের ভূঁইয়া জানান, তারা সমাবেশ করতে পারবেন কি না, সে ব্যাপারে পুলিশ তাদের কিছু জানায়নি। তবে তারা অনুমতি পাবেন বলে আশাবাদী ছিলেন।

এদিকে পুলিশের পক্ষ থেকে সমাবেশের বিষয়ে কিছু না জানানোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন, ভোটারবিহীন সরকারের সবচেয়ে বড় ভয় হলো জনগণ। আর তাই যেকোন জনসমাগম দেখলেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। বেগম জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি’র জনসভার জন্য যথাযথ কর্তৃপক্ষ এবং পুলিশের নিকট আবেদন করা হলেও পুলিশের পক্ষ থেকে অনুমতির বিষয়ে আমাদেরকে অবহিত করা হয়নি। জনসভার জন্য বিএনপি যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে। এখনও পুলিশের পক্ষ থেকে কোন কিছুই জানানো হচ্ছে না। তিনি অভিযোগ করেন, দেশের কোথাও জনসভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করা যাচ্ছে না। অনুমতি দিতে গড়িমসি, ১৪৪ ধারা জারি এবং কোথাও কোথাও সংকীর্ণ স্থানে অনুমতি দেয়া হলেও সেখানে নেতাকর্মীদের আসতে ব্যাপক ধরপাকড় করা হচ্ছে। জনসভা করতে বাধা দেয়া, বিএনপি কর্মীদেরকে গ্রেফতার করে দমন-পীড়ণকে আঁকড়ে ধরা হচ্ছে। বিএনপির মুখপাত্র বলেন, আমাদের সকল প্রস্তুত সম্পন্ন হয়ে রয়েছে, রাতের মধ্যে যখনি অনুমতি দেয়া হোক আমরা সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফল করতে সক্ষম হবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়