শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ০১:০৫ রাত
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিমিয়ার ক্রিকেটে মোহামেডানের চতুর্থ জয়

নিজস্ব প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩৮ রানে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নয় ম্যাচ খেলে এটি তাদের চতুর্থ জয়। নয় পয়েন্ট নিয়ে এখন তারা পয়েন্ট টেবিলে পঞ্চম অব্স্থানে রয়েছে। নয় ম্যাচ খেলে দশ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩০৬ রান সংগ্রহ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে শামসুর রহমান ৬০, রকিবুল হাসান ৫৫ ও সাঈদ সরকার ৫৮ রান করেন। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন ৩টি, আব্দুল গফফার ১টি ও রায়হান উদ্দীন ১টি করে উইকেট নেন।

পরে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৬৮ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে শুভাগত হোম ৫২ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৬৮ রান করেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে এনামুল হক ১টি, তাইজুল ইসলাম ৩টি ও মোহাম্মদ আজিম ৪টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাঈদ সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়