শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৩৫ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেস বোলারদের নিয়ে ক্যাম্প শুরু করলেন ওয়ালশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের সাম্প্রতিক ভরাডুবির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে দলের অগোছালো বোলিং। বিশেষে করে পেস আক্রমণে একেবারে ছন্নছাড়া মনে হয়েছে মুস্তাফিজ, রুবেলদের। তাই এবার বোলারদের নিয়ে আলাদাভাবে কাজ করার পরিকল্পনা থেকে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি।

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের অধীনে এই বিশেষ প্রস্তুতি ক্যাম্পে ১৪ পেসারের পাশাপাশি ডাক পেয়েছেন পাঁচ ব্যাটসম্যানও। আজ থেকে শুরু হয়ে ৩ মার্চ পর্যন্ত চলবে বিশেষ অনুশীলন ক্যাম্প। অবশ্য মাঝে একদিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে অনুশীলন, চলবে আড়াই ঘণ্টা পর্যন্ত।

মূলত পেসারদের উন্নতির জন্য এই ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। একই সঙ্গে পাঁচ ব্যাটসম্যানের উন্নতি এবং ধারাবাহিকতা তৈরির জন্যও অনুশীলন চলবে এই ক্যাম্পে। মোস্তাফিজুর রহমান এবং সাব্বির রহমান পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলতে আরব আমিরাতে থাকায় তাঁরা এই ক্যাম্পে যোগ দিতে পারেননি।

ক্যাম্পে ডাক পাওয়া ১৪ পেসার: তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, মোস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, এবাদাত হোসেন, হাসান মাহমুদ, মো. রবিউল, খালেদ মাহমুদ, কাজী অনিক ও হাসান আলী।

ক্যাম্পে ডাক পাওয়া পাঁচ ব্যাটসম্যান: ইমরুল কায়েস, সৌম্য সরকার, আরিফুল হক, সাব্বির রহমান ও জাকির হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়