শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:১৫ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কয়েক ঘন্টার মধ্যেই আফরিনে প্রবেশ করবে আসাদ বাহিনী

সাইদুর রহমান : ৫ টি শর্তের ভিত্তিতে কুর্দিদের সাথে সিরিয় সরকারের সমঝোতা হওয়ার পরেই আফরিনে কুর্দিদের পক্ষে তুর্কি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে কয়েক ঘন্টার মধ্যেই আফরিনে প্রবেশ করবে আসাদ সমর্থিত বাহিনী। সিরিয়ার সরকারি গণ্যমাধ্যম আল-ইখবারিয়া এর সূত্রে আরাবী- ২১ এ তথ্য জানিয়েছে।

আল-ইখবারিয়া জানিয়েছে, সিরিয়ার সরকার অনুগত শা’বি বাহিনী আর কয়েক ঘন্টার মধ্যেই আফরিনের অভিযানে অংশ নেবে, সেখানকার জনগনকে তুর্কি হামলার মুখে অবিচল রাখার জন্য।

এছাড়াও সিরিয়ার সরকারি গণমাধ্যম এবং দামেস্কে ইরানের আল-আলম চ্যানেলের পরিচালক হুসাইন মুরতাজা এ কথা নিশ্চিত করে নিজস্ব টুইটার একাউন্টে জানান, আফরিনে তুর্কি বাহিনী হামলা প্রতিরোধ করতে আগামী কয়েক ঘন্টার মধ্যেই অভিযানে অংশ নিতে যাচ্ছে সিরিয়ান শা’বি বাহিনী।

আফরিন রণাঙ্গনে আসাদ বাহিনীর অংশ নেয়ার ঘোষণা এমন সময়ে এলো যখন সিরিয়ান ডেমোক্র্যাটিক কুর্দি বাহিনী আসাদ সরকারের সাথে ১০ টি শর্তের ভিত্তিতে সমঝোতা চুক্তি করে। তবে এখন পর্যন্ত সিরিয়ার সরকার অথবা তুর্কি সেনাবাহিনী আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, তুরস্ক আফরিন থেকে ওয়াইপিজিকে বিতাড়িত করতে চায় কারণ তারা বাহিনীটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে আসছে। তুরস্কের ওয়াইপিজি দেশটিতে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)’র শাখা। পিকেকে প্রায় তিন দশক ধরে তুরস্কের কাছ থেকে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে।
সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকা থেকে ২০১২ সালে সেনা প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির (পিওয়াইডি) কুর্দিরা ওই সময় এলাকাটির দায়িত্ব গ্রহণ করে। তারপর ওই অঞ্চল থেকে জঙ্গিগোষ্ঠী আইএসকে বিতাড়িত করে কুর্দিদের সশস্ত্র বাহিনী ওয়াইপিজি। আফরিন সিরীয় ভূখণ্ড  হলেও বর্তমানে সেখানে সরকারের কোনও নিয়ন্ত্রণ ও সেনা নেই। সূত্র : আরাবী- ২১

  • সর্বশেষ
  • জনপ্রিয়