শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৪১ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোয়ার্টারের স্বপ্ন নেইমারের!

স্পোর্টস ডেস্ক: রিয়ালের মাঠ থেকে ফেরাটা সুখকর হয়নি পিএসজির। শেষ ষোলোর প্রথম লেগে দলটি হেরে গেছে ৩-১ ব্যবধানে। তবে এরপর কোয়ার্টারে খেলার স্বপ্ন দেখছে দলটির সেরা তারকা নেইমার। শেষ আটে জায়গা করে নিতে দলটিকে কমপক্ষে ২-০ গোলে জিততে হবে।

রিয়ালের মাঠ বার্নাব্যুতে প্রথমার্ধে বল দখলের পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণও পিএসজির কাছেই ছিল। আক্রমণও বেশি করে শুরুতে এগিয়েও গিয়েছিল দলটি। সুযোগ পেয়েছিল আরও কিছু গোলের। শেষ পর্যন্ত ফরোয়ার্ডদের ব্যর্থতায় ৩-১ গোলে হেরে গেছে পিএসজি। তবে এ হারের পরও শেষ আটে খেলার স্বপ্ন দেখছে নেইমার।

ম্যাচ শেষ সাংবাদিকদের জানান, ‘এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। ফিরতি পর্ব বাকি আছে। আর ম্যাচটি আমাদের মাঠে। অনেক কিছুই হতে পারে।’

এদিকে চলতি মৌসুমের শুরুতে দলবদলের রেকর্ড গড়ে বার্সা থেকে পিএসজিতে নাম লেখান ব্রাজিলিয়ান তারকা নেইমার। এরপর কোচ ও দলের সিনিয়র খেলোয়াড় কাভানির সঙ্গে মনমালিন্যর সূত্র ধরে গুঞ্জন ছড়ায় পিএসজিতে খুশি না নেইমার। আগামী মৌসুমেই যোগ দিবেন রিয়ালে।

এ নিয়ে নেইমার জানান, ‘আমি এখনে সুখে আছি। আমার পিএসজির সঙ্গে চুক্তি আছে। বর্তমানে আমার চিন্তা-ভাবনাও পিএসজিকে নিয়ে।’ বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়