সাইদুর রহমান : সাধারণত ঝিনুক ও পাথর থেকে তৈরী চুন খাওয়া হয় এবং ঝিনুকের ভেতর অংশ রান্না করে খাওয়া হয়। তৈরীকৃত চুনের পরিমান অল্প হলে খাওয়া জায়েজ আছে যদি শারিরীক কোন ক্ষতি না হয়।
কারণ ঝিনুক দিয়ে চুন তৈরী হলেও এর হাকীকত তথা মৌলিকত্ব বাকি থাকে না। আর কোন নিষিদ্ধ বস্তু যদি এমনভাবে রিফাইন করা হয় যে, তার মৌলিকত্ব আর বাকি না থাকে,তাহলে সেটি হালাল হয়ে যায়। {নিহায়াতুল মুহতাজ লির রামালি-৮/১২}
কিন্তু এর ভিতরের অংশকে রান্না করে খাওয়া মাকরূহ। কারণ এটি খাবায়েছের তথা মন্দ খাদ্যের অন্তর্ভূক্ত।