শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০১:৩০ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন তালাক বন্ধে লড়বেন ভারতের ‘প্রথম নারী ইমাম’ জামিতা

মরিয়ম চম্পা: তিন তালাক বন্ধে লড়বেন ভারতীয় নারী ইমাম জামিতা। গত শুক্রবার ভারতে জুমার নামাজে প্রথমবার কোনো নারী হিসেবে ইমামতি করে চারদিকে শোরগোল ফেলে দিয়েছেন কেরালার কুরআন সুন্নাহ সোসাইটির রাজ্য শাখার সেক্রেটারি ৩৪ বছর বয়স্ক জামিতা।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, এবার মুসলিম সমাজে প্রচলিত তিন তালাক রীতি বন্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জামিতা খাতুন। একই সঙ্গে নারীদের জন্য সমান অধিকার নিশ্চিত করার কথা বলেছেন তিনি।  বার্তা সংস্থা এএনআইয়ের সঙ্গে সাক্ষাতকারে জামিতা বলেছেন, তিন তালাক বন্ধ ও নারীদেরকে মূল ধারায় আনার জন্য আমার লড়াই অব্যাহত রাখবো।

এদিকে তার এই ইমামতি নিয়ে কঠোর ইসলামপন্থিরা বলেন, শুক্রবারের নামাজে শুধুমাত্র পুরুষদের ইমামতি করার নিয়ম আছে। তিনি শরীয়তকে লঙ্ঘন করছেন। ইসলামের মূল রীতিকে অবমাননা করছেন। এসব সমালোচনার জবাবে জামিতা বলেছেন, যারা আমার সমালোচনা করছেন তাদের কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। শরীয়তে এমন কোনো আইন নেই যে, শুধু পুরুষরাই ইমাম হতে পারবেন।

জামিতাকে কট্টরপন্থিদের হুমকি দেওয়ার পরপরই নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে কেরালা সরকার। তবে তার কণ্ঠ উচ্চকিত হয়েছে এমন এক সময়ে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার রাজ্যসভায় তিন তালাক বিল পাস করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়