শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:২০ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনি কার সঙ্গে ঘুমান! এমন প্রশ্নে ফেসবুকের সমালোচনা

মরিয়ম চম্পা: আপনি কার সঙ্গে ঘুমন, এমন প্রশ্নে ফেসবুকে সমালোচনা করেছেন ব্যবহারকারিরা। সম্প্রতি একাধিক ফেসবুক ব্যবহারকারীকে ফেসবুক পপ-আপ অ্যাপের মাধ্যমে অপ্রত্যাশিত ভাবে তাদের ব্যক্তিগত কিছু বিষয় সম্পর্কে ধারাবাহিক জানতে চেয়ে যেন রীতিমত বিড়ম্বনায় ফেলে দিয়েছে।

এমনই পপ-আপ পাওয়া ভুক্তোভোগী একজন ব্যবহারকারী টুইট বার্তায় জানান, নাহ ফেসবুক, আমি জানি তুমি আসলে কি জানতে চাইছো! কিন্তু এটা একান্তই আমার নিজস্ব বিষয়। অন্য একজন ব্যবহারকারি তার টুইট বার্তায় জানায়, খুব সম্প্রতি ফেসবুক আমাকে জানতে চায় যে, আজ আপনার দিনটি কেমন গেলো? রোমাঞ্চকর, অতি রোমাঞ্চকর, খুবই রোমাঞ্চকর।

তবে এমন অভিযোগের বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষ সরাসরি অস্বীকার করে বলেন, বিষয়টি হয়তো ভুলভাবে ব্যাখ্যা করা হয়ছে। আমরা সবার আগে আমাদের ব্যবহারকারীদের সুযোগ সুবিধার বিষয়টি দেখবো। ফেসবুক হয়তো জানতে চেয়েছে যে, আপনার সাথে আর কে ঘুমায়? টেডি বেয়ার, নাকি নরম কোন খেলনা পুতুল।

ফেসবুকের এক কর্মকর্তা ইন্ডিপেন্ডন্টকে জানায়, অনেকেই হয়তো ফেসবুকের এই মজাদার প্রশ্ন বুঝতে না পেরে তার ভুল ব্যাখ্যা করেছে। আমরা শুধু এটাই বোঝাতে চেয়েছি যে ব্যবহারকারী তার বাস্তবিক কোন বন্ধুর সাথে মজার কিছু বিষয় যেভাবে শেয়ার করে থাকেন। ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয় ভেবে তাদের সম্মানার্থে আমরা পপ-আপের প্রশ্নটি ইতোমধ্যে মুছে ফেলেছি। দ্য ইন্ডিপেন্ডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়