শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৯ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থের বিনিময়ে মুক্তি পেল আটক সৌদি ব্যবসায়ীদের কয়েকজন

ওমর শাহ: দুর্নীতির অভিযোগে আটক যুবরাজ ও ব্যবসায়ীদের কয়েকজনকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মুক্তি দিয়েছে সৌদি আরব। মুক্তিপ্রাপ্তদের মাঝে মধ্যপ্রাচ্যভিত্তিক টেলিভিশন এমবিসি’র প্রধান ওয়ালিদ আল ইবরাহীম ও রাজকীয় আদালতের সাবেক প্রধান খালেদ আল তোয়াইজিরিও রয়েছেন। শনিবার একজন সৌদি কর্মকর্তার বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে রয়টার্স। তবে কত টাকার বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হয়েছে এ বিষয়টির উল্লেখ করা হয়নি।

গত নভেম্বর মাসে সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করে ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। এ ধারাবাহিকতায় দেশটির প্রায় দু’শজন যুবরাজ ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের ৯৫ জনকে গত সপ্তাহে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে। এখনও প্রায় শতাধিক ব্যবসায়ী ও যুবরাজ আটক রয়েছে। মূলত বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়ায় অর্থ সঙ্কটে পড়েছে সৌদি আরব। এ সঙ্কট কাটিয়ে উঠতেই দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছে দেশটি। এর আগে গত নভেম্বর মাসে যুবরাজ মিতেব বিন আব্দুল্লাহ এক বিলিয়নেরও বেশি অর্থ সরকারি তহবিলে জমা দেওয়ার শর্তে মুক্তি পেয়েছিলেন। সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল জানান, অনিয়ম ও দুর্নীতির কারণে সৌদি আরবের প্রায় ১০০ বিলিয়ন ডলার অর্থের অপব্যবহার হয়েছে।

এদিকে বন্দিদের মাঝে সবচেয়ে প্রভাবশালী ও আলোচিত ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালকেও অল্প কিছু দিনের মধ্যেই মুক্তি দেওয়া হবে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়