শিরোনাম
◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ ◈ রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: শীর্ষে বগুড়া ও রাজশাহী ◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৯ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থের বিনিময়ে মুক্তি পেল আটক সৌদি ব্যবসায়ীদের কয়েকজন

ওমর শাহ: দুর্নীতির অভিযোগে আটক যুবরাজ ও ব্যবসায়ীদের কয়েকজনকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মুক্তি দিয়েছে সৌদি আরব। মুক্তিপ্রাপ্তদের মাঝে মধ্যপ্রাচ্যভিত্তিক টেলিভিশন এমবিসি’র প্রধান ওয়ালিদ আল ইবরাহীম ও রাজকীয় আদালতের সাবেক প্রধান খালেদ আল তোয়াইজিরিও রয়েছেন। শনিবার একজন সৌদি কর্মকর্তার বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে রয়টার্স। তবে কত টাকার বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হয়েছে এ বিষয়টির উল্লেখ করা হয়নি।

গত নভেম্বর মাসে সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করে ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। এ ধারাবাহিকতায় দেশটির প্রায় দু’শজন যুবরাজ ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের ৯৫ জনকে গত সপ্তাহে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে। এখনও প্রায় শতাধিক ব্যবসায়ী ও যুবরাজ আটক রয়েছে। মূলত বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়ায় অর্থ সঙ্কটে পড়েছে সৌদি আরব। এ সঙ্কট কাটিয়ে উঠতেই দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছে দেশটি। এর আগে গত নভেম্বর মাসে যুবরাজ মিতেব বিন আব্দুল্লাহ এক বিলিয়নেরও বেশি অর্থ সরকারি তহবিলে জমা দেওয়ার শর্তে মুক্তি পেয়েছিলেন। সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল জানান, অনিয়ম ও দুর্নীতির কারণে সৌদি আরবের প্রায় ১০০ বিলিয়ন ডলার অর্থের অপব্যবহার হয়েছে।

এদিকে বন্দিদের মাঝে সবচেয়ে প্রভাবশালী ও আলোচিত ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালকেও অল্প কিছু দিনের মধ্যেই মুক্তি দেওয়া হবে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়