শিরোনাম
◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০২:৫২ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃতিকের বিপরীতে সাইফকন্যা সারা

বিনোদন ডেস্ক: বলিউডে তাঁর ছবির সংখ্যা এখনো শূন্য। অথচ তাঁর চাহিদার কোনো শেষ নেই। বলছি সাইফকন্যা সারা আলি খানের কথা। বলিউড অভিষেক হওয়ার আগেই অভিনেত্রী নির্বাচনের দৌড়ে নামীদামি পরিচালক ও তারকার প্রথম পছন্দে পরিণত হয়েছেন তিনি। সে তালিকায় এবার যুক্ত হয়েছেন হৃতিক রোশন। জিনিউজের খবরে প্রকাশ, তাঁর আসন্ন ছবি ‘সুপার ৩০’-এ নিজের বিপরীতে সারাকেই ভাবছেন হৃতিক।

গত সরস্বতী পূজার দিন থেকেই শুরু হয়েছে ‘সুপার ৩০’-এর শুটিং। যেখানে একজন গণিতবিদের ভূমিকায় দেখা যাবে হৃতিককে। তবে শুটিং শুরু হলেও এখনো ঠিক করা হয়নি ছবির কেন্দ্রীয় নারী চরিত্র। শুরুতে ক্যাটরিনা কাইফের নাম শোনা গেলেও ব্যস্ত সূচির কারণে সময় দিতে পারছেন তিনি। এরপর শোনা যায় ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘কুমকুম ভাগায়া’ খ্যাত অভিনেত্রী মৃণাল ঠাকুরের কথা।

তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন সারা। হৃতিক নিজেই বেশ আগ্রহী সারার ব্যাপারে। তাই নিজে উদ্যোগী হয়ে সারাকে কেন্দ্রীয় নারী চরিত্রে ভাবার কথা পরিচালক বিকাশ ভালের কাছে জানিয়েছেন তিনি। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি কিছুই। ভারতীয় গণিতবিদ আনন্দ কুমারের জীবনী নির্ভর ছবি হতে যাচ্ছে ‘সুপার ৩০’।

বর্তমানে অভিষেক কাপুরের পরিচালনায় বলিউড অভিষেকের অপেক্ষা রয়েছেন সারা। ‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে দেখা যাবে তাঁকে। চলতি বছরের ২১ ডিসেম্বর ‘কেদারনাথ’-এর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়