শিরোনাম
◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন ◈ ভোরে কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:৩২ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতের নাগালে পেলে সুচি হয়তো আমাকে মেরে বসতেন: বিল রিচার্ডসন

আবু সাইদ: রোহিঙ্গা বিষয়ে মিয়ানমার সরকারের আন্তর্জাতিক প্যানেল থেকে পদত্যাগের পর, যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর এবং কূটনীতিক বিল রিচার্ডসন বলেছেন সোমবার কথা কাটাকাটির সময় রাগে ফেটে পড়ছিলেন অং সান সুচি।

যে আন্তর্জাতিক প্যানেল থেকে বিল রিচার্ডসন পদত্যাগ করেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সেটি গঠন করেছিলেন অং সান সুচি নিজে। সোমবার এক বৈঠকে চরম ঝগড়ায় জড়িয়ে পড়েন মি রিচার্ডসন এবং মিস সুচি।

মি রিচার্ডসন নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, সম্প্রতি রয়টরস বার্তা সংস্থার দুই সাংবাদিকের আটক ও বিচারের প্রসঙ্গ তুলতেই মিস সুচি 'রাগে ফেটে পড়েন'।

"তার (মিস সুচির) মুখ রাগে কাঁপছিল, আমি যদি তার হাতের নাগালে থাকতাম তিনি হয়তো আমাকে মেরেই বসতেন, এতটাই রেগে গিয়েছিলেন তিনি।"

মি রিচার্ডসন বলেন, মিডিয়া, বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সুচি যে ভাষায় আক্রমণ করছিলেন তাতে তিনি "হতভম্ব" হয়ে পড়েছিলেন।

"আমি তাকে পছন্দ করি, তাকে সম্মান করি। কিন্তু রাখাইন ইস্যুতে তিনি নেতৃত্বে দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছেন।"

রিচার্ডসন বলেছেন, রোহিঙ্গাদের নাগরিক অধিকার দেওয়ার মত মৌলিক ইস্যুতে তিনি মিয়ানমার সরকারের মধ্যে কোনো সততা দেখতে পাচিছলেন না।

রিচার্ডসনের বিরুদ্ধে অবশ্য পাল্টা অভিযোগ করেছে মিয়ানমার সরকার। সরকারের একজন মুখপাত্র বলেছেন, সুচির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চালিয়েছেন রিচার্ডসন।

আন্তর্জাতিক প্যানেলের একজন সদস্য খিন নিও বিবিসিকে বলেছেন রয়টরসের সাংবাদিকদের প্রসঙ্গটি মিস সুচির সামনে না তোলার জন্য আগে থেকেই মি রিচার্ডসনকে সাবধান করা হয়েছিল। - বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়