মরিয়ম চম্পা : যৌন হয়রানির দায়ে অলিম্পিক চিকিৎসক ল্যারি নাসেরকে ১৭৫ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। গত বুধবার সাত দিনের শুনানি শেষে যুক্তরাষ্ট্রের আদালত তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। ল্যারি নাসেরের যৌন সন্ত্রাসের শিকার প্রায় ১৬০ জন জবানবন্দি দেওয়ার পর এ রায় ঘোষণা করে আদালত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিকিৎসক ল্যারি নাসেরের বিরুদ্ধে অভিযোগকারীদের মধ্যে স্বর্ণজয়ী গ্যাবি ডগলাসসহ একাধিক মার্কিন অলিম্পিয়ান রয়েছেন। সম্প্রতি তারা এই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার নামে যৌন হয়রানির অভিযোগ করেন।
৫৪ বছরের ল্যারি নাসেরকে যৌন নির্যাতনের ১০টি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। মিশিগান স্টেট ইউনিভার্সিটির এই চিকিৎসক নিজের কৃত কর্মের জন্য আদালতে ক্ষমা চেয়েছেন। তবে বিচারক রোজম্যারি আকিলিনা তার এ আবেদন প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ল্যারি নাসের যা করেছেন তা একটি ভয়াবহ অপরাধ। এজন্য ‘জীবনের বাকি দিনগুলোতে অন্ধকার কারাগারই’ হবে তার ঠিকানা। কারণ যে অপরাধ সংঘটিত হয়েছে তাতে কারাগারের বাইরে থাকার কোনও অধিকার তার নেই।
এর আগে শিশু পর্নোগ্রাফি রাখার জন্য ভিন্ন একটি মামলায় তাকে ৬০ বছরের কারাদ- দেওয়া হয়।
বিচারক রোজম্যারি আকিলিনা বলেন, তুমি এখনও তোমার কৃতকর্মের প্রাপ্য শাস্তি পাওনি। তোমার কাছে আমার কুকুরগুলোকেও পাঠাবোনা। আমি শুধু তোমার মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছি। বিবিসি