শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০১:৫১ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন হয়রানির দায়ে অলিম্পিক চিকিৎসকের ১৭৫ বছরের কারাদন্ড

মরিয়ম চম্পা : যৌন হয়রানির দায়ে অলিম্পিক চিকিৎসক ল্যারি নাসেরকে ১৭৫ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। গত বুধবার সাত দিনের শুনানি শেষে যুক্তরাষ্ট্রের আদালত তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। ল্যারি নাসেরের যৌন সন্ত্রাসের শিকার প্রায় ১৬০ জন জবানবন্দি দেওয়ার পর এ রায় ঘোষণা করে আদালত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিকিৎসক ল্যারি নাসেরের বিরুদ্ধে অভিযোগকারীদের মধ্যে স্বর্ণজয়ী গ্যাবি ডগলাসসহ একাধিক মার্কিন অলিম্পিয়ান রয়েছেন। সম্প্রতি তারা এই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার নামে যৌন হয়রানির অভিযোগ করেন।
৫৪ বছরের ল্যারি নাসেরকে যৌন নির্যাতনের ১০টি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। মিশিগান স্টেট ইউনিভার্সিটির এই চিকিৎসক নিজের কৃত কর্মের জন্য আদালতে ক্ষমা চেয়েছেন। তবে বিচারক রোজম্যারি আকিলিনা তার এ আবেদন প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ল্যারি নাসের যা করেছেন তা একটি ভয়াবহ অপরাধ। এজন্য ‘জীবনের বাকি দিনগুলোতে অন্ধকার কারাগারই’ হবে তার ঠিকানা। কারণ যে অপরাধ সংঘটিত হয়েছে তাতে কারাগারের বাইরে থাকার কোনও অধিকার তার নেই।
এর আগে শিশু পর্নোগ্রাফি রাখার জন্য ভিন্ন একটি মামলায় তাকে ৬০ বছরের কারাদ- দেওয়া হয়।
বিচারক রোজম্যারি আকিলিনা বলেন, তুমি এখনও তোমার কৃতকর্মের প্রাপ্য শাস্তি পাওনি। তোমার কাছে আমার কুকুরগুলোকেও পাঠাবোনা। আমি শুধু তোমার মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছি। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়