শিরোনাম
◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৭:০৪ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিপণ না পেয়ে খুন, গ্রেফতার ২

নুরুল আমিন হাসান : রাজধানীর খিলগাঁও এলাকা থেকে স্কুল ছাত্র জিসানকে (১৩) অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হল মো. শাহীন (১৯) ও শরীফুল ইসলাম (২২)।

খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকা থেকে বুধবার শরীফুলকে আটকের পর তার দেয়া তথ্যমতে পরিকল্পনাকারী শাহীনকে আটক করে র‌্যাব-৩ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান জানান, মুক্তিপণের টাকা না দেয়ায় তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

এর আগে রাজধানীর খিলগাঁও থেকে অপহরণের ৩ দিন পর বাড্ডার আফতাবনগর এলাকা থেকে জিসান (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর গত সোমবার দুপুরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে অজ্ঞাত হিসেবে পাঠানো হয়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের বিষয়ে ব্যাপারে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, আফতাবনগরের লেক থেকে সোমবার ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় তার বাবা মরদেহ দেখে শনাক্ত করেছেন।

এদিকে অপহরণের পর ছেলেটির বাবা ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। ওই ঘটনায় থানায় একটি মামলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়