শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:৫২ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের

মাছুম বিল্লাহ : গত দশ দিনে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর অস্ত্রবিরতি লঙ্ঘনের ঘটনা বাড়তে থাকায় বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গাটারেস। ২২ জানুয়ারি তিনি এ আহ্বান জানান।

নিউ ইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে রাজি জাতিসংঘ মহাসচিব, যদি সেটা জাতিসংঘ মহাসচিবের প্রতি তাদের আস্থা থাকার কারণে অনুষ্ঠিত হয়।

মুখপাত্র বলেন, দুই পক্ষই যখন মধ্যস্থতায় রাজি হয়, তাহলে মহাসচিবের মধ্যস্থতায় আলোচনা ফলপ্রসু হতে পারে। তিনি জানান, মহাসচিব কাশ্মীর পরিস্থিতি এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই পক্ষের ক্রমবর্ধমান সংঘর্ষের উপর নজর রাখছেন। এ পরিস্থিতির উত্তরণে তিনি দুই দেশের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন।

এর আগে সোমবার, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া খুইরাত্তা/রাত্তা আরিয়ান সেক্টরের নিয়ন্ত্রণ রেখা এবং ওয়ার্কিং বাউন্ডারি এলাকা পরিদর্শন করেন। কর্মকর্তারা তাকে ভারতীয় বাহিনীর অস্ত্রবিরতি লঙ্ঘন ও বেসামরিক নাগরিকদের উপর হামলার কথা জানান।

সেনাপ্রধান জেনারেল বাজওয়া ভারতের অনৈতিক কর্মকাণ্ডের জবাবে পাকিস্তানি বাহিনীর কার্যকর ও দায়িত্বশীল প্রতিরোধ এবং সেনা ও স্থানীয় নাগরিকদের নৈতিক মনোবলের প্রশংসা করেন।

সেনাপ্রধান বেসামরিক নাগরিকদের জন্য গোলা-প্রতিরোধী আশ্রয় কেন্দ্র নির্মাণসহ নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানোর নির্দেশ দেন।

ভারতীয় মিডিয়ার তথ্যমতে, গত চার দিনে বিএসএফ নিয়ন্ত্রণ রেখার ওপারে ৯০০০ রাউন্ডেরও বেশি মর্টার শেল নিক্ষেপ করেছে।

পাকিস্তান সবসময় নিয়ন্ত্রণ রেখা এলাকায় নিরীহ বেসামরিক নাগরিকদের উপর ভারতীয় বাহিনীর হামলার নিন্দা করে আসছে।-দ্য নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়