শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ১২:৪০ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন সপ্তাহের মধ্যে কোর্টে ফেরার আশা নাদালের

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পায়ের ইনজুরিতে পড়া বিশ্বের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদালকে তিন সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হচ্ছে। মেলবোর্ন হাসপাতালের দেয়া স্ক্যান রিপোর্টের সূত্রমতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার ক্রোয়েশিয়ান মারিন সিলিচের বিপক্ষে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালের পঞ্চম সেটের শুরুতে ইনজুরিতে আক্রান্ত হন ১৬বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাদাল। রড লেভার এরিনায় কোয়ার্টার ফাইনালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন সিলিচ ৩-৬, ৬-৩, ৬-৭, ৫-৭ ও ৬-২ গেমে অর্থাৎ ২-০ সেটে এগিয়ে ছিলেন। ৩ ঘন্টা ৪৭ মিনিট লড়াই করার পর নাদাল রণে ভঙ্গ দেন। ফলে শেষ চারের টিকিট পেয়ে যান সিলিচ।

এক বিবৃবিতে নাদালের ব্যবস্থাপনা সূত্র থেকে বলা হয়েছে, ‘এমআরআই রিপোর্টে নাদালের ডান পায়ে গ্রেড ওয়ান ইনজুরি ধরা পড়েছে। স্পেনে ফিরে গিয়ে তাকে বিশ্রামে থাকতে হবে ও পরবর্তীতে ফিজিওথেরাপীর সহায়তা নিতে হবে। দুই সপ্তাহের মধ্যে তার পুনর্বাসন প্রক্রিয়া ও কোর্টে ফেরার প্রাথমিক প্রস্তুতি শুরু হবে।’

নাদালের দল জানিয়েছে, পুরোপুরি সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। আগামী মাসের শেষে তিনি কোর্টে ফিরে আসতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। এই সময়ের মধ্যে অকাপুলকো, ইন্ডিয়ান ওয়েল ও মায়ামির জন্য নাদাল নিজেকে প্রস্তুত করে তুলতে পারবেন।

মারিন সিলিচের বিপক্ষে ০-২ সেটে পিছিয়ে থাকার সময় পঞ্চম সেটে কোর্টেই আয়োজকদের সহায়তায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়