শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১১:২৪ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ ফেব্রুয়ারি ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইসমাইল হোসেন স্বপন, ইতালি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাড)-এর ৪১তম সম্মেলনে যোগ দিতে ইতালি সফরে যাচ্ছেন। আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি ইফাডের বার্ষিক গভর্নিং কাউন্সিল অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ইফাডের কাউন্সিলে যোগ দেয়ার সময় ১৩ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এদিন বিকেলে ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন। ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য, পরিবেশ, বিনিয়োগ, পর্যটন ও যোগাযোগ নিয়ে আলোচনা করবেন বলে খোঁজ নিয়ে জানা যায়। সফরের শেষ দিনে ইতালির ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেই সঙ্গে ইতালিতে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের একটি অনুষ্ঠানে যোগ দেয়ারও কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে। ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে রোমে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হবে। দলীয় নেত্রীর এই নাগরিক সংবর্ধনা সফল করতে বাংলাদেশ দূতাবাস এক প্রস্তুতি সভার আয়োজন করে।

রাষ্ট্রদূত আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সর্বইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কেএম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালী আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রীস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন ফরাজী, জসিম উদ্দিন, আব্দুর রউফ ফকির, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা, মহিলা আওয়ামী লীগের নয়না আহম্মেদ, রোম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন, রোমা নর্দ আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানসহ ইতালী আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্তিত ছিলেন। আলোচনা সভায় প্রধান মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানসহ নানাবিধ বিষয়ে বিষদ আলোচনা করা হয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়