শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১১:২৪ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ ফেব্রুয়ারি ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইসমাইল হোসেন স্বপন, ইতালি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাড)-এর ৪১তম সম্মেলনে যোগ দিতে ইতালি সফরে যাচ্ছেন। আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি ইফাডের বার্ষিক গভর্নিং কাউন্সিল অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ইফাডের কাউন্সিলে যোগ দেয়ার সময় ১৩ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এদিন বিকেলে ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন। ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য, পরিবেশ, বিনিয়োগ, পর্যটন ও যোগাযোগ নিয়ে আলোচনা করবেন বলে খোঁজ নিয়ে জানা যায়। সফরের শেষ দিনে ইতালির ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেই সঙ্গে ইতালিতে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের একটি অনুষ্ঠানে যোগ দেয়ারও কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে। ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে রোমে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হবে। দলীয় নেত্রীর এই নাগরিক সংবর্ধনা সফল করতে বাংলাদেশ দূতাবাস এক প্রস্তুতি সভার আয়োজন করে।

রাষ্ট্রদূত আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সর্বইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কেএম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালী আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রীস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন ফরাজী, জসিম উদ্দিন, আব্দুর রউফ ফকির, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা, মহিলা আওয়ামী লীগের নয়না আহম্মেদ, রোম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন, রোমা নর্দ আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানসহ ইতালী আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্তিত ছিলেন। আলোচনা সভায় প্রধান মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানসহ নানাবিধ বিষয়ে বিষদ আলোচনা করা হয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়