শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:২৯ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ ৩১ জানুয়ারি

ফাহিম ফয়সাল : বিশ্বের ২১ দেশের অংশগ্রহণে ১৩তম ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০১৮ উইন্টার এডিশন আগামী ৩১ জানিয়ারি শুরু হচ্ছে। আন্তর্জাতিক আয়োজক সংস্থা সেমস গ্লোবাল ইউএসএ ও সিসিপিআইটি টেক্স চায়না যৌথভাবে এ প্রর্দশনীর আয়োজন করবে।

গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চারদিন ব্যাপী এ প্রদর্শনী রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ মেলা চলবে। ৩ ফেব্রুয়ারি মেলা শেষ হবে।

সেমস গ্লোবাল ইউএসএ প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম বলেন, ভারত, ব্রাজিল, বেলজিয়াম, কানাডা, চায়না, ফ্রান্স জার্মানিসহ বিশ্বের ২১টি দেশের ৩৫০টি প্রতিষ্ঠান এ আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে। যেখানে থাকছে সুতা, ডেনিম, নিটেড ফ্রেবিকস, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, আর্টিফিসিয়াল লেদার, অ্যামব্রোয়ডারি, বাটন, জিপার, লিনেন ব্লেন্ডসহ থাকবে অ্যাপারেল পণ্যের বিশাল সমাহার।

প্রদর্শনীটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারী সবার জন্য ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ডাব্লিউটিও র‌্যাংকিং এ তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ; যার প্রায় ৭ হাজার ৫শ গার্মেন্টস এবং টেক্সটাইল কারখানা ৭৫ শতাংশ ফেব্রিক আমদানি হয়ে থাকে। এ প্রদর্শনী দেশের গার্মেন্টস শিল্পের চাহিদা পূরণে সহায়ক ভ’মিকা পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়