শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:২৯ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ ৩১ জানুয়ারি

ফাহিম ফয়সাল : বিশ্বের ২১ দেশের অংশগ্রহণে ১৩তম ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০১৮ উইন্টার এডিশন আগামী ৩১ জানিয়ারি শুরু হচ্ছে। আন্তর্জাতিক আয়োজক সংস্থা সেমস গ্লোবাল ইউএসএ ও সিসিপিআইটি টেক্স চায়না যৌথভাবে এ প্রর্দশনীর আয়োজন করবে।

গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চারদিন ব্যাপী এ প্রদর্শনী রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ মেলা চলবে। ৩ ফেব্রুয়ারি মেলা শেষ হবে।

সেমস গ্লোবাল ইউএসএ প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম বলেন, ভারত, ব্রাজিল, বেলজিয়াম, কানাডা, চায়না, ফ্রান্স জার্মানিসহ বিশ্বের ২১টি দেশের ৩৫০টি প্রতিষ্ঠান এ আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে। যেখানে থাকছে সুতা, ডেনিম, নিটেড ফ্রেবিকস, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, আর্টিফিসিয়াল লেদার, অ্যামব্রোয়ডারি, বাটন, জিপার, লিনেন ব্লেন্ডসহ থাকবে অ্যাপারেল পণ্যের বিশাল সমাহার।

প্রদর্শনীটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারী সবার জন্য ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ডাব্লিউটিও র‌্যাংকিং এ তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ; যার প্রায় ৭ হাজার ৫শ গার্মেন্টস এবং টেক্সটাইল কারখানা ৭৫ শতাংশ ফেব্রিক আমদানি হয়ে থাকে। এ প্রদর্শনী দেশের গার্মেন্টস শিল্পের চাহিদা পূরণে সহায়ক ভ’মিকা পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়