শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০১:২০ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সিনেটে অর্থ অনুমোদন না হওয়ার আশঙ্কা

মরিয়ম চম্পা : মার্কিন সিনেটে অর্থ অনুমোদন না হওয়ার আশঙ্কা রয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে সরকারি কাজ যেকোন মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য অর্থ বরাদ্দ প্রশ্নে সম্মতি অর্জিত না হলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কাজকর্ম গতকাল শুক্রবার মধ্যরাতের পর থেকে বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ছাড়াও উদ্যান ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তাসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজ আংশিকভাবে বাধাগ্রস্ত হতে পারে।
মার্কিন কংগ্রেসের রিপাবলিকান নেতৃত্ব সরকারি কাজকর্ম চালু রাখার জন্য স্বল্পস্থায়ী ব্যয় বরাদ্দের ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করলেও এ ব্যাপারে তারা বিরোধী ডেমোক্রাটদের পক্ষ থেকে কোনো সমর্থন পাবেননা বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত তরুণ অভিবাসীদের সুরক্ষা কর্মসূচি ‘ডাকা’র অধীনে ৮ লাখ তরুণ-তরুণী সাময়িক সময়ের জন্য বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পেয়েছে। তাদের ব্যাপারে কোনো স্থায়ী সমাধান অর্জিত না হলে ব্যয় বরাদ্দ প্রশ্নে ডেমোক্রাটদের কোন সমর্থন দেবেন বলে মনে হয়না।
ওয়াশিংটনের ভিন্ন এক প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অর্থ বরাদ্দ সংক্রান্ত যেকোনো প্রস্তাব গৃহীত হতে হলে কমপক্ষে ৬০টি হ্যাঁ ভোট প্রয়োজন। রিপাবলিকানদের ৫১টি ভোট সহ কমপক্ষে আরও ৯ জন ডেমোক্রেট সিনেটরের সমর্থন তাদের চাই। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়