শিরোনাম
◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০১:২০ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সিনেটে অর্থ অনুমোদন না হওয়ার আশঙ্কা

মরিয়ম চম্পা : মার্কিন সিনেটে অর্থ অনুমোদন না হওয়ার আশঙ্কা রয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে সরকারি কাজ যেকোন মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য অর্থ বরাদ্দ প্রশ্নে সম্মতি অর্জিত না হলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কাজকর্ম গতকাল শুক্রবার মধ্যরাতের পর থেকে বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ছাড়াও উদ্যান ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তাসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজ আংশিকভাবে বাধাগ্রস্ত হতে পারে।
মার্কিন কংগ্রেসের রিপাবলিকান নেতৃত্ব সরকারি কাজকর্ম চালু রাখার জন্য স্বল্পস্থায়ী ব্যয় বরাদ্দের ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করলেও এ ব্যাপারে তারা বিরোধী ডেমোক্রাটদের পক্ষ থেকে কোনো সমর্থন পাবেননা বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত তরুণ অভিবাসীদের সুরক্ষা কর্মসূচি ‘ডাকা’র অধীনে ৮ লাখ তরুণ-তরুণী সাময়িক সময়ের জন্য বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পেয়েছে। তাদের ব্যাপারে কোনো স্থায়ী সমাধান অর্জিত না হলে ব্যয় বরাদ্দ প্রশ্নে ডেমোক্রাটদের কোন সমর্থন দেবেন বলে মনে হয়না।
ওয়াশিংটনের ভিন্ন এক প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অর্থ বরাদ্দ সংক্রান্ত যেকোনো প্রস্তাব গৃহীত হতে হলে কমপক্ষে ৬০টি হ্যাঁ ভোট প্রয়োজন। রিপাবলিকানদের ৫১টি ভোট সহ কমপক্ষে আরও ৯ জন ডেমোক্রেট সিনেটরের সমর্থন তাদের চাই। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়